বিএসইসি কমিয়ে এনেছে ৬৬ কোম্পানির দর পতনের সার্কিট ব্রেকার

ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) তুলে নেওয়া ৬৬ কোম্পানির শেয়ারের দর পতনের ক্ষেত্রে সার্কিট ব্রেকার সীমা ১০ শতাংশ থেকে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শনিবার (১০ এপ্রিল) বিএসইসি এ সংক্রান্ত আদেশ জারি করেছে। বিএসইসি সূত্রে এসব তথ্য জানা যায়।

 

নতুন আদেশ অনুযায়ী, ওই ৬৬টি কোম্পানির শেয়ার এক দিনে সর্বোচ্চ কমতে পারবে ২ শতাংশ। তবে দাম বাড়ার ক্ষেত্রে আগের মতোই ১০ শতাংশ সীমা বহাল রয়েছে।

 

তথ্য মতে, ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহের পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে বিনিয়োগকারীরা ফ্লোর প্রাইস পুনর্বহালের দাবি জানায়। ওই দাবির পরিপ্রেক্ষিতে ৬৬টি কোম্পানির শেয়ারের দর কমার সীমা নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

 

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, করোনা পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা ৬৬টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার সর্বোচ্চ সীমা ১০ শতাংশ রাখা হয়েছে। তবে দর কমার সর্বোচ্চ সীমা ২ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।