রবির নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারের টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ লভ্যাংশ সংরক্ষিত আয় (রিটেইন আর্নিংস) থেকে দেওয়া হবে।

 

সম্প্রতি কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২১) রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। আগের বছরের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৩৩ টাকা। রবির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৬৬ পয়সা।

 

রবির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬৬ টাকা। আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ১৩.৯০ টাকা।

এই লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে।