লিন্ডে বিডি শেয়ারহোল্ডারদের মুনাফার ৬০ কোটি টাকা দেবে

শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদেরকে ৬০ কোটি টাকার নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

গত ৮ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। যা আগামি ২৭ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হতে পারে।

 

লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ২০১৯-২০ অর্থবছরে শেয়ারপ্রতি ৭০.৫৫ টাকা মুনাফা হয়েছে। সে হিসেবে মোট মুনাফা হয়েছে ১০৭ কোটি ৩৬ লাখ ৪৯ হাজার ৬৫৪ টাকা। এরমধ্য থেকে ৪০০ শতাংশ বা শেয়ারপ্রতি ৪০ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ৬০ কোটি ৮৭ লাখ ৩১ হাজার ২০০ টাকা বিতরন করা হবে।

 

বাকি ৪৬ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৪৫৪ টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে রেখে দেয়া হবে।

 

১৫ কোটি ১৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের লিন্ডে বাংলাদেশের ৪৯৮ কোটি ২৭ লাখ টাকার রিজার্ভ রয়েছে।