বেক্সিমকো লেনদেনের শীর্ষে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ৩৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

 

বৃহস্পতিবার কোম্পানিটি মোট ৫২ লাখ ৫৬ হাজার ৭২৯টি শেয়ার হাতবদল করেছে।

 

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির ৬৪ লাখ ৯১ হাজার ৭৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৯৬ লাখ টাকা।

 

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩১ লাখ ৩৪ হাজার ২৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ১০ লাখ টাকা।

 

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফিন্যান্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ও বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।