লকডাউনে চাঙ্গা পুঁজিবাজার
নভেল করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের লাগাম টানতে ৫ এপ্রিল থেকে এক সপ্তাহব্যাপী লকডাউন কার্যকর করেছে সরকার। লকডাউনের আতঙ্কে গত ৪ এপ্রিল বড় পতন ঘটে পুঁজিবাজারে। অবশ্য এর পরের দিন থেকেই উর্ধ্বমুখিতা পরিলক্ষ্যিত হচ্ছে দেশের পুঁজিবাজারে। গত দুই কার্যদিবসে ১৯২ পয়েন্ট যোগ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে। পাশাপাশি টাকার অংকে লেনদেনেও গতি এসেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ব্যাংকের
সুদের হার নিম্নমুখী। এছাড়া অন্যান্য খাতে বিনিয়োগের বিপরীতে রিটার্নের হার কম। একমাত্র
পুঁজিবাজার থেকেই দুই অংকের রিটার্ন পাওয়া সম্ভব। বিশেষ করে কভিড-১৯ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র,
ভারতসহ অনেক দেশের পুঁজিবাজারে আশাতীত রিটার্ন এসেছে। গত বছরের শেষার্ধে বাংলাদেশের
পুঁজিবাজার বৈশ্বিক রিটার্নের তালিকায় শীর্ষে ছিল। যদিও চলতি বছরের প্রথম প্রান্তিকে
দেশের পুঁজিবাজারে নিম্নমুখিতা দেখা গেছে। সব মিলিয়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে
থাকলে সামনের দিনগুলোতে দেশের পুঁজিবাজার ইতিবাচক থাকবে বলেই মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের
শুরুতেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। গতকাল সূচকে উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস,
গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), বেক্সিমকো লিমিটেড
ও রেনাটা লিমিটেডের। গতকাল দিনশেষে ডিএসইএক্স ১০৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮১ পয়েন্টে
দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল ৫ হাজার ১৭৭ পয়েন্টে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল
প্রায় ২২ পয়েন্ট বেড়ে দিন শেষে ১ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল ১ হাজার
১৮৩ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ৪৪ পয়েন্ট বেড়ে গতকাল ১ হাজার
৯৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৯৪৫ পয়েন্টে।
গতকাল এক্সচেঞ্জটিতে ২ ঘন্টায় মোট ৫০৮
কোটি ৫০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৩৬ কোটি ৬০ লাখ
টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে
দিন শেষে দর বেড়েছে ২৪০টির, কমেছে ১৫টির আর অপরিবর্তিত ছিল ৯১টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল
ডিএসইর মোট লেনদেনের ৩১ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত।
দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৭ শতাংশ দখলে নিয়েছে ব্যাংক খাত। ১০ দশমিক ৬ শতাংশ লেনদেনের
ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত। আর ৯ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ
অবস্থানে ছিল টেলিযোগাযোগ খাত।
গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ
সিকিউরিটিজ ছিল- বেক্সিমকো লিমিটেড, রবি অজিয়াটা, এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স, লংকবাংলা
ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স,
সামিট পাওয়ার, লাফার্জহোলসিম বাংলাদেশ ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক
এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ১৭৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে।
আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৯ হাজার ২৯ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন
হওয়া ১৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১২টির আর অপরিবর্তিত
ছিল ৩০টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ১৫০ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের
কার্যদিবসে যা ছিল ১৬ কোটি টাকা।