ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
ঢাকা স্টক
এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ২৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর
মোট ৭৪ লাখ ৬২ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৬৪ লাখ টাকা।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র মতে,
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার।
কোম্পানিটি ৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বেক্সিমকো
ফার্মা ৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
উত্তরা ব্যাংক
৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে
লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আমান কটন ফাইবার্স, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন
কেবল কোম্পানি, ডিবিএইচ, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, জিবিবি পাওয়ার, কোহিনুর কেমিক্যাল,
লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, লুব-রেফ বাংলাদেশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স,
ন্যাশনাল টিউবস, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স,
রেনেটা, রিং শাইন টেক্সটাইল, সিঙ্গার বিডি, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স,
সোনারগাঁও টেক্সটাইল, স্কয়ার ফার্মা, ট্রাস্ট ব্যাংক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ
লিমিটেড।