যেভাবে বুঝবেন আপনি কারো প্রেমে পড়েছেন

যেভাবে বুঝবেন আপনি কারো প্রেমে পড়ে গেছেন কিনা। অনেক সময় এমন হয় যে কাউকে ভালোবেসে ফেলেছেন নাকি শুধুই বন্ধুত্বের টান বা পছন্দ, সেটা নিয়ে দ্বিধার সৃষ্টি হয়। নিজের মনে এই দ্বিধার কারণে সেই মানুষটিকে ভালোবাসার কথা জানাতেও সাহস হয়ে ওঠে না। অনেক সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া কোনো ছেলে বা মেয়েকে দেখে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলা যায়। যাকে বলে প্রথম দেখায় প্রেম। আবার অনেক দিনের চেনা জানা বন্ধুর প্রতিও হঠাৎ ভালোবাসার অনুভূতি তৈরি হতে পারে। একজনকে ভালো লাগার পর নিজের মনে শুধুই প্রশ্ন জাগে, এই অনুভূতি কি শুধুই ভালো লাগা, নাকি ভালোবাসা।

প্রেমে পড়ার লক্ষণ:

·         দূরে থাকার পরও বিশেষ কোনো একজনের ফোন বা মেসেজে মুহূর্তেই সকল অবসাদ, ক্লান্তি দূর হয়।

·         দেখার পর ভালো লাগার অনুভূতি জাগে এবং তাকে শুধু দেখতেই মন চায়।

·         কিছুক্ষণ পরপর তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় এবং অনুপস্থিতিতে তার ছবি বারবার দেখা।

·         যা কিছুই বলেন না কেন তাই সঠিক কাজ মনে হয়।

·         ভালো বা খারাপ সবই প্রথম তাকে জানাতে ইচ্ছে হয়।

·         যত্রতত্র তার কথা মনে পড়ে ও স্বপ্নে তাকে নিয়ে বিভোর থাকা।

প্রেম প্রতিটি মানুষের জীবনেই আসে, শুধু সময়ের ব্যবধান থাকে। যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়েই থাকে তাহলে বুঝে নিবেন আপনি নিশ্চিত প্রেমে পড়েছেন। এক্ষেত্রে আর দেরি না করে সুন্দর একটা দিন নির্বাচন করে তাকে বলে দিন আপনার মনের গোপন ভালোবাসার কথা। হয়তো সেখান থেকে শুরু হতে পারে নতুন এক জীবনের পথ চলা।