শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ঈদের পর জানালেন শিক্ষামন্ত্রী
করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
তবে আগামী ৩০ মার্চ নয় ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন
শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউয়ে গণহত্যা দিবসের আলোচনা
সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় করোনা সংক্রমন বেড়ে যাওয়ায়, শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দীপু মনি।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথ্য কর্মকর্তা এম এ খায়ের বলেন, ‘দেশে করোনা সংক্রমণ বাড়ছে। তাই এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। এ বিষয়ে বৃহস্পতিবার টেকনিক্যাল কমিটির বৈঠক আছে। শিক্ষামন্ত্রী শুক্রবার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।’