আগামীকাল আমান কটন ফাইবার্স লিমিটেডের বোর্ড সভা

আগামীকাল ২৪ মার্চ রাত ৮টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেডের বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আমান কটন সম্প্রতি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ নির্ধারণী পর্ষদ সভা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের বিষয়ে উচ্চ আদালতের অনুমোদন পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ২৪ মার্চ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কোম্পানিটি।

সূত্র জানায়, সভায় ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এর আগে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আমান কটন। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ১১ পয়সা, আর ২০১৯ সালের ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৭৬ পয়সা। ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ক্যাটেগরিতে অবস্থান করছে বস্ত্র খাতের এই কোম্পানিটি। অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০০ কোটি ৮৩ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৭১ কোটি ১৭ লাখ টাকা। কোম্পানিটির মোট ১০ কোটি আট লাখ ৩৩ হাজার  ৩৩৩ শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের ৭২ দশমিক ২০ শতাংশ উদ্যোক্তা বা পরিচালকদের কাছে, আট দশমিক ৭৭ শতাংশ প্রাতিষ্ঠানিক, শূন্য দশমিক শূন্য দুই শতাংশ বিদেশি এবং ১৯ দশমিক শূন্য এক শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।