প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপর নির্ভরতা বাড়ানোর আহ্বান

পুঁজিবাজারে স্থিতিশীলতার প্রয়োজনে পর্যায়ক্রমে ব্যক্তি বিনিয়োগকারীদের (রিটেইলার) ওপর থেকে নির্ভরতা কমিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর বাজার প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠানগুলোকে তাদের ডিলার অ্যাকাউন্টে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

 

গতকাল ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানিয়েছে বিএসইসি।

 

বিএসইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। সভায় বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম, ডিবিএর সভাপতি শরীফ আনোয়ার হোসেন, বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান, ডিবিএ ও বিএমবিএর ঊর্ধ্বতন কর্মকর্তা ও শীর্ষ ১০ ব্রোকার হাউজের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

 

বৈঠকে ব্রোকার হাউজগুলো তাদের ডিলার অ্যাকাউন্টে বিনিয়োগের ক্ষেত্রে একটি আইনি বিষয়কে প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেন। ১৯৮৭ সালে প্রণীত একটি আইন অনুসারে, গ্রাহকদের পাশাপাশি ব্রোকার তার ডিলার অ্যাকাউন্টে শেয়ার কিনতে চাইলে আগে গ্রাহকের ক্রয়াদেশ কার্যকর করতে হবে। পরে ডিলার অ্যাকাউন্টের ক্রয়াদেশ বাস্তবায়ন হবে। এ শর্তের কারণে ডিলারদের বিনিয়োগ কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানান তারা।

 

এর পরিপ্রেক্ষিতে বিএসইসির পক্ষ থেকে বলা হয়, ১৯৮৭ সাল থেকে এখন পর্যন্ত আলোচ্য আইনি শর্ত পরিপালনের বিষয়ে কোনো কঠোর অবস্থানে যায়নি বিএসইসি। কেউ আইনের ওই শর্তটি লঙ্ঘন করলেও সেটিকে নন-কমপ্লায়েন্স বিবেচনা করা হয়নি, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়া হয়নি। এবারও বিষয়টিকে নন-কমপ্লায়েন্স হিসেবে গণ্য করা হবে না। তাই কোনো ব্রোকার চাইলে গ্রাহকের আগে তার ডিলার অ্যাকাউন্টে শেয়ার কিনতে পারবেন।

 

বৈঠকে স্টেকহোল্ডাররা বাজারের সাম্প্রতিক অস্থিরতার পেছনে করোনা পরিস্থিতির অবনতি ও বিনিয়োগকারীদের মনে তৈরি হওয়া পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেন।

 

 

কমিশনার শেখ শামসুদ্দিন বলেন, করোনা পরিস্থিতির অবনতি হলেও পুঁজিবাজার বন্ধ হওয়ার আশঙ্কা নেই। ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে।

 

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজারের সাম্প্রতিক দরপতনের পেছনে কোনো কারসাজি আছে কিনা, তা কমিশনের জানা নেই। সব সময় তারা বাজার মনিটরিং করেন। এখনো করছেন। সবকিছুই পর্যালোচনা করে দেখা হচ্ছে।

 

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম বলেন, আজকে বৈঠকটি ছিল স্টেকহোল্ডারদের সঙ্গে বিএসইসির নিয়মিত মাসিক বৈঠকের অংশ। বৈঠকে বর্তমান বাজার পরিস্থিতি ও বাজার উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএসইসি ডিলার অ্যাকাউন্টে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছে। বৈঠকে স্টেকহোল্ডাররা কিছু সুপারিশ করেছেন। বিএসইসি সেগুলো বিচার-বিশ্লেষণ করে বাস্তবায়নের উদ্যোগ নেবে।