নতুন মিউচুয়াল ফান্ড আনছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট

শান্তা ফিক্সড ইনকাম ফান্ড নামে নতুন একটি মিউচুয়াল ফান্ড চালুর উদ্যোগ নিয়েছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। কোম্পানিটি এ ফান্ডের উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে। আর ট্রাস্টি হিসেবে থাকবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)। এ বিষয়ে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এমরান হাসান এবং বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অপারেশন এইচএম জাহিদ হাসান, উপব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) অপরাজিতা সরকার, বিজিআইসির মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব সাইফুদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক (স্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট) দেবব্রত বণিক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এই ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা হলো ১০ কোটি টাকা। এতে উদ্যোক্তা প্রতিষ্ঠান শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের বিনিয়োগ থাকবে ১ কোটি টাকা। ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড হওয়ায় ভবিষ্যতে এ ফান্ডের আকার আরো বাড়তে পারে। বিজ্ঞপ্তি