৫ কোটি টাকায় জমি কিনবে শমরিতা হসপিটাল

রাজধানীর পূর্ব রাজাবাজারে পাঁচতলা একটি ও চারতলা একটি পুরনো ভবনসহ ৪ দশমিক ১২ কাঠা আয়তনের একটি জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে শমরিতা হসপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ। বিদ্যমান শমরিতা হাসপাতালের আঙিনাসংলগ্ন এই জমির আকার প্রায় ১১ হাজার ১৩৭ বর্গফুট। জমিটি কিনতে কোম্পানিটির খরচ হবে ৫ কোটি টাকা। এর সঙ্গে রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক খরচ যোগ হবে। জমি ক্রয়ে শমরিতা হসপিটালের এই বিনিয়োগে অর্থায়ন করছে সাউথইস্ট ব্যাংক ধানমন্ডি শাখা। জমিটি হাসপাতালের ভবিষ্যৎ সম্প্রসারণের কাজে লাগানো হবে।

 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) শমরিতা হসপিটালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ পয়সা। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৫৮ পয়সা।

 

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি শমরিতা হসপিটাল। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭১ পয়সা। ৩০ জুন প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ৪৯ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫০ টাকা ৫ পয়সা।

 

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল শমরিতা হসপিটাল। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

 

সর্বশেষ এনটিটি রেটিংয়ে শমরিতা হসপিটাল লিমিটেডের অবস্থান এ থ্রি। ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শমরিতা হসপিটালের শেয়ার সর্বশেষ ৬৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৫২ টাকা ৮০ পয়সা থেকে ৮৪ টাকার মধ্যে ওঠানামা করেছে।

 

শমরিতা হসপিটাল শেয়ারবাজারে আসে ১৯৯৭ সালে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ১৮ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭৪ কোটি ৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ২৩৭। এর ৪২ দশমিক ৫৯ শতাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালক, ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪২ দশমিক ৩৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

 

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৩৭৫ দশমিক ৮৮, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ২৩ দশমিক ৬৭।