জ্যোতির নেতৃত্বে প্রোটিয়াদের সঙ্গে লড়াই

ব্যস্ত হয়ে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। করোনা পরবর্তী সময়ে এবার মাঠে নামছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সেই ২২ সদস্যের দলের নেতৃত্বে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি।

 

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ ইমার্জিং দলে উদীয়মানদের সঙ্গে আছেন অভিজ্ঞরাও। বাংলাদেশ গেমস ক্রিকেটে ভালো খেলা নারী ক্রিকেটারদের সংখ্যা বেশি দলে।

 

দলে জায়গা পেলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক রুমানা আহমেদ। অভিজ্ঞ পেসার জাহানারা আলম। রয়েছেন চেনা মুখ মুর্শিদা খাতুন, লতা মন্ডল, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা ও পান্না ঘোষও।

 

২৮ মার্চ বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়া নারী ক্রিকেট দল। শুরুতেই তাদের থাকতে হবে তিনদিনের কোয়ারেন্টাইনে। করোনা টেস্টে নেগেটিভ হলেই ১ এপ্রিল থেকে দলটি নামতে পারবে অনুশীলনে। ৪ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি ম্যাচ চারটি যথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

 

বাংলাদেশ নারী ইমার্জিং দল-

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, নুজহাত তাসনিয়া টুম্পা (উইকেটরক্ষক), ফারিহা ইসলাম তৃষ্ণা, রাবেয়া, মুর্শিদা খাতুন হ্যাপি, লতা মন্ডল, শবনম মোস্তারি, মোসাম্মত শারমিন সুলতানা, মোসাম্মত রিতু মণি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), খাদিজা-তুল-কুবরা, রুমানা আহমেদ, সালমা খাতুন, পান্না ঘোষ ও নাহিদা আক্তার।