লভ্যাংশের সীমা বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো সর্বোচ্চ ১৭.৫০ শতাংশ নগদ ও সর্বোচ্চ ১৭.৫০ শতাংশ বোনাসসহ সর্বমোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিতে পারবে বলে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

 

মঙ্গলবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

 

এর আগে সোমবার (১৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় উল্লেখ করা হয়, প্রভিশন সংরক্ষণসহ অন্যান্য খরচ বাদে যেসব ব্যাংক ১৫ শতাংশ বা তার বেশি মূলধন সংরক্ষণ করতে পারবে সেসব ব্যাংক তাদের সামর্থ্য অনুসারে সর্বোচ্চ সাড়ে ১৭ শতাংশ নগদসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে।

 

উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশ জারি করা হয়েছে।

 

এর আগে গত ৭ ফেব্রুয়ারিতে লভ্যাংশের সীমা বেঁধে দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করার প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৫ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে ব্যাংকগুলো। তবে এর মধ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া যাবে।