কোয়ার্টার-ফাইনালে রিয়াল-ম্যানসিটি
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। তিন মৌসুমের মধ্যে এই প্রথম ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের শেষ আটের টিকিট পেল কোচ জিনেদিন জিদানের শিষ্যরা।
শেষ ষোলর প্রথম লেগে ১-০ গোলে জিতে এগিয়ে ছিল রিয়াল। এবার
নিজেদের মাঠে ফিরতি লেগে আটালান্টাকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দুই
লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে পরের রাউন্ডে নিজেদের নাম লিখেছে করিম বেনজেমা-সার্জিও রামোসরা।
রিয়ালের হয়ে করিম বেনজেমা ও সার্জিও রামোসের সঙ্গে গোল করেন
মার্কো অ্যাসেনসিও। অতিথি প্রতিপক্ষ আটালান্টা একটি গোল শোধ করে লুইস মুরিয়েলের কল্যাণে।
অন্যদিকে ইউরোপ সেরাদের টুর্নামেন্টের শেষ আটে উঠেছে ম্যানচেস্টার
সিটিও। এনিয়ে টানা চার মৌসুম শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করল কোচ পেপ গার্দিওলার দল।
প্রতিপক্ষ বরুশিয়া মনচেনগ্লাডবাখকে প্রথম লেগের মতো দ্বিতীয়
লেগেও ২-০ গোলে জিতেছে ম্যানসিটি। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের
পরের পর্বে ঘাঁটি গেড়েছে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।