কলকাতা মোহামেডানকে জিতিয়েই বিদায় নিলেন জামাল ভূঁইয়া
কলকাতা মোহামেডানের জার্সিতে আজ (সোমবার) শেষ ম্যাচ খেললেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ক্লাবের আই লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচ বাকি থাকলেও জাতীয় দলের জন্য জামালকে ছেড়ে দিয়েছে ক্লাবটি।
জামালের শেষ ম্যাচে দারুণ এক জয় পেয়েছে
কলকাতা মোহামেডান। কল্যানী স্টেডিয়ামে কলকাতা মোহামেডান ৪-১ গোলে হারিয়েছে চার্চিল
ব্রাদার্সকে।
এ ম্যাচে জামাল ভূঁইয়া দলের প্রথম গোল
করিয়েছেন হিরা মন্ডলকে দিয়ে ১৬ মিনিটে এবং ৮৬ মিনিটে তৃতীয় গোল করিয়েছেন পেড্রো মানজিকে
দিয়ে।
পিছিয়ে পড়া চার্চিল ব্রাদার্স ম্যাচে ফিরেছিল
২১ মিনিটে পেনাল্টি গোলে। কিন্তু জামাল ভূঁইয়ারা দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল করে পূর্ণ
পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
জামাল ভূঁইয়াকে ১৮ মার্চ ছেড়ে দিচ্ছে ভারতীয়
ক্লাবটি। সেখান থেকে নেপাল সফরের দলে যোগ দেবেন বাংলাদেশ অধিনায়ক।