দর কমার শীর্ষে লুব-রেফ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দর কমার শীর্ষে রয়েছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ২০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৪৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮ হাজার ৭৭১ বারে ৩৭ লাখ ১৪ হাজার ৯১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ১ লাখ টাকা।

 

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা বা ৪.৬৯ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৬১ টাকা দরে লেনদেন হয়।

 

অগ্রণী ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৪.৬১ শতাংশ কমেছে।

 

দর কমার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ই-জেনারেশন, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, লাফার্জহোলসিম, ইসলামী ইন্স্যুরেন্স ও ন্যাশনাল ফিড মিল লিমিটেড।