মার্কেন্টাইল ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২0 হিসাব বছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৬ টাকা। আগের বছর রিস্টেটেড ইপিএস ছিল ২.২৬ টাকা ।
৩১ ডিসেম্বর ২০২০ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২.৬১ টাকা।
আগামী ২৮ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএম এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।