পথচলা শুরু বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের

দেশের ৬০তম তফসিলি ব্যাংক হিসেবে পথচলা শুরু করল ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’। ‘সমৃদ্ধির অনুপ্রেরণা’ এ স্লোগান নিয়ে গতকাল ভার্চুয়ালি ব্যাংকটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে
আয়োজিত মূল অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু
মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য
মোরশেদ আলম, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের
(বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের
সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সব উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা পরিচালক
ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।
উল্লেখ্য, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশের
সদ্য অনুমোদিত একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। ৬০তম ব্যাংক হিসেবে এটির কার্যক্রম শুরু
হয়েছে। গত বছরের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ৪০২তম পর্ষদ সভায় ব্যাংকটির চূড়ান্ত
অনুমোদন দেয়া হয়।
গত বছরের নভেম্বরে শুরুর কথা ছিল বেঙ্গল
কমার্শিয়াল ব্যাংকের। কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে তা হয়নি। দেশের একাধিক শিল্পপতি,
ব্যবসায়ী ও গ্রুপ ব্যাংকটির অংশীদার হিসেবে যুক্ত আছেন। ম্যাক্স, লাবিব, কেডিএস, এম
আলম, ডায়মন্ড ওয়ার্ল্ড, প্যাসিফিক, বিবিএস কেবলস ও কটন গ্রুপের মতো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ
উদ্যোক্তারা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অংশীদার হিসেবে আছেন।
সেবা প্রদানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের
পরিকল্পনা সম্পর্কে ব্যাংকটির উদ্যোক্তারা বলেছেন, করপোরেটসহ আধুনিক সব ব্যাংকিং সেবাই
দেবে ব্যাংকটি। তবে মূল মনোযোগ থাকবে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে। পাশাপাশি
রিটেইল ব্যাংকিংয়ে গুরুত্ব দেবে ব্যাংকটি। ঋণ পোর্টফোলিওতে সব সময়ই করপোরেট, এসএম ও
রিটেইলের মধ্যে ভারসাম্য রাখার প্রত্যাশা জানিয়েছেন উদ্যোক্তারা।


