৩ কোম্পানির লেনদেন চালু রোববার

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারের লেনদেন রোববার (১৪ মার্চ) থেকে চালু হবে। রেকর্ড ডেটের কারণে কোম্পানি তিনটির লেনদেন বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো, বিডি ফাইন্যান্স, আইডিএলসি ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

তথ্য মতে, রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার (১১ মার্চ) কোম্পানি তিনটির লেনদেন স্থগিত রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন করে। রেকর্ড ডেটের পর রোববার থেকে স্বাভাবিক নিয়মে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন চালু হবে।