যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১০

যুক্তরাষ্ট্রে লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে নববর্ষ উদযাপনের সময় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় রাত ৩টা ১৫ মিনিটে নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

পুলিশ বলছে, গাড়িটি দ্রুত গতিতে বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্য দিয়ে চলে যায়। পরে গাড়ির চালক বের হয়ে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে শুরু করেন। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

নিউ অরলিন্সের জরুরি পরিস্থিতি প্রস্তুতি প্রোগ্রাম নোলা রেডি বিবৃতিতে জানায়, অষ্টম ডিস্ট্রিক্টে এখন বহু হতাহতের একটি ঘটনা সামলানো হচ্ছে। একটি গাড়ির মাধ্যমে এ ঘটনা ঘটেছে। গাড়িটি ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটে বড় একটি জনসমাগমের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। ৩০ জন আহত হয়েছেন এবং ১০ জনের মৃত্যু হয়েছে।

ভিডিও ফুটেজে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশের গাড়ি দেখা গেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।