দুই কার্যদিবসের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চান শিক্ষার্থীরা
দুই কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ চেয়ে উপাচার্য
অধ্যাপক নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল
শিক্ষার্থী। এ সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেওয়া না হলে কঠিন কর্মসূচিতে
যাওয়ার কথা উল্লেখ করেছেন তারা।
আজ বুধবার উপাচার্যের দপ্তরে সম্মিলিত ডাকসু
আন্দোলন-এর ব্যানারে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমও উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, স্বৈরাচারের পতনের মাধ্যমে
যে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কার ও
চর্চার মাধ্যমেই সেটি সফল হতে পারে। একমাত্র ডাকসু নির্বাচনের মাধ্যমে সেটি
নিশ্চিত করা সম্ভব। কিন্তু দুঃখজনকভাবে অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও এ
ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি বর্তমান প্রশাসন।
এতে আরও বলা হয়, কিছুদিন আগে একটি কমিটি গঠন করা
হলেও তার সুপারিশমালা অনুযায়ী কোনো তড়িৎ পদক্ষেপ গৃহীত হয়েছে কি না এবং
ছাত্রসংগঠনগুলোর দেওয়া প্রস্তাবনার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা নেই।
তারা মনে করেন, নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের অনুপস্থিতিতে গঠনতন্ত্র সংশোধনের
বিষয়টিও স্বচ্ছতার সঙ্গে হবে বলে আমরা মনে করি না।
তারা দাবি জানান, আগামী দুই কার্যদিবসের মধ্যে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে
হবে। প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে আমরা
কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হব।
বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র জামালুদ্দীন
খালিদ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের লিমন হাসান, অর্থনীতি বিভাগের আহমেদ হোসেন জনি,
সংগীত বিভাগের সীমা আক্তার, সংস্কৃত বিভাগের জান্নাতী বুলবুল, আব্বাস উদ্দীন,
নাফিউর রহমান, তামীম আহসান প্রমুখ শিক্ষার্থী সম্মিলিত ডাকসু আন্দোলনের পক্ষে এ
স্মারকলিপি প্রদান করেন।