দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে ২৩২
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে নানা
চ্যালেঞ্জের মধ্যেও ২০২৪ সালে দেশের তৈরি পোশাক খাতে বেড়েছে পরিবেশবান্ধব সবুজ কারখানার
সংখ্যা। বিদায়ী বছরে পরিবেশসম্মত সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি
অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন বা লিড সনদ পেয়েছে আরও ২৬টি কারখানা। এ নিয়ে লিড সনদ
পাওয়া কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৩২টি। ২০২৩ সালের তুলনায় গত বছর এ ধরনের কারখানা
বেড়েছে ৯ শতাংশ।
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স
অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪
সালে লিড সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে ১৬টি প্লাটিনাম এবং ১০টি গোল্ড ক্যাটেগরিতে
এ স্বীকৃতি অর্জন করেছে। এ পর্যন্ত বাংলাদেশের যেসব পোশাক কারখানা লিড সনদ পেয়েছে,
তার ১১ শতাংশই পেয়েছে গেল বছর। ২০২৪ সাল ছিল এ ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির বছর।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং
কাউন্সিল (ইউএসজিবি) এ সনদ দিয়ে থাকে। শিল্প কারখানা ছাড়াও বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান,
বাড়িসহ অন্যান্য স্থাপনার ক্ষেত্রেও এ সনদ দেওয়া হয়। শিল্প কারখানার ক্ষেত্রে ভবন নির্মাণ
থেকে শুরু করে পণ্য উৎপাদন পর্যন্ত ছোট-বড় সব পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি কতটা
মানা হলো, তার কঠিন তদারকি ও চুলচেরা বিশ্লেষণ করে সর্বোচ্চ মানের কারখানাকে এ সনদ
দেওয়া হয়।
ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর
সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল এ বিষয়ে সমকালকে বলেন, দেশের পোশাক খাতে লিড সনদপ্রাপ্ত
কারখানার সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এটা এ খাতে বড় ধরনের একটি অর্জন। দেশের পোশাক খাত
টেকসই উৎপাদনের ক্ষেত্রে সারাবিশ্বে নজির স্থাপন করছে। এই সাফল্য সম্মানের। লিড সনদ
পাওয়া বাংলাদেশের পোশাক কারখানাগুলো টেকসই উৎপাদনের মডেল।
বাংলাদেশের পোশাক কারখানাগুলোর লিড সনদ প্রাপ্তির তথ্য
বিশ্লেষণে দেখা যায়, ২০১১ সাল থেকে এ পর্যন্ত প্লাটিনাম ক্যাটেগরিতে সনদ পেয়েছে ৯২টি
কারখানা, যা দেশের লিড সনদ পাওয়া মোট কারখানার ৪০ শতাংশ। গোল্ড ক্যাটেগরিতে পেয়েছে
১২৬টি কারখানা। মোট লিড সনদ পাওয়া কারখানার যা ৫৪ শতাংশ। বাকি ৬ শতাংশ সিলভার ও সাধারণ
ক্যাটেগরিতে সনদ পেয়েছে। অর্থাৎ বাংলাদেশের পোশাক কারখানাগুলো উচ্চ মানের লিড সনদই
পেয়েছে বেশি