দুই কিস্তির ৭৭৪ কোটি টাকা চায় পিজিসিবি

পদ্মা ও যমুনা নদীর ওপর দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিভার ক্রসিং সঞ্চালন লাইন নির্মাণে চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে দুই কিস্তির সুদমুক্ত ঋণ হিসেবে ৭৭৪ কোটি টাকা চেয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি)। এ অর্থ চেয়ে সম্প্রতি পিজিসিবির পক্ষে বিদ্যুৎ বিভাগ একটি চিঠি অর্থ বিভাগে পাঠিয়েছে। 
চিঠিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ইভাকুয়েশন সংশ্লিষ্ট ৪০০ কেভি ও ২৩০ কেভি রিভার ক্রসিং সঞ্চালন লাইন নির্মাণসংশ্লিষ্ট প্রকল্পটি ৬ হাজার ৫৬ কোটি টাকায় বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে ৭৫ শতাংশ অর্থাৎ ৪ হাজার ৫৪২ কোটি টাকা সরকারি ঋণ এবং বাকি এক হাজার ৫১৪ কোটি টাকা বাস্তবায়নকারী সংস্থা পিজিসিবির। তিন বছর মেয়াদে এ প্রকল্পটি ২০২২ সালের জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে। 
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এ প্রকল্প বাস্তবায়নে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর অর্থ বিভাগের সঙ্গে পিজিসিবির ঋণচুক্তি হয়েছে। এ কর্মসূচির আওতায় চলতি অর্থবছরের বাজেটে এক হাজার ৫৪৮ কোটি টাকা বরাদ্দ থাকার কথা। এ অর্থ থেকে প্রথম ও দ্বিতীয় কিস্তির সম্পূর্ণ বাবদ ৭৭৪ কোটি ২৩ লাখ টাকা বরদ্দ প্রয়োজন। 
পিজিসিবির তথ্য অনুসারে, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের জন্য পদ্মা ও যমুনা নদীর ওপর দিয়ে ১৬ কিলোমিটার রিভার ক্রসিং লাইনসহ মোট ৬৬৯ কিলোমিটার সঞ্চালন লাইন দরকার। পদ্মার ক্রসিং লাইনের ৩৮ শতাংশ কাজ শেষ হয়েছে। যমুনার ক্রসিং লাইনের অগ্রগতি ২৫ শতাংশেরও কম। ভারতীয় কোম্পানি ট্রান্সরেল লাইটিং পদ্মা নদীর ওপর দিয়ে ২ কিলোমিটার সিঙ্গেল সার্কিট ৪০০ কেভি লাইন এবং যমুনার ওপর দিয়ে ৭ কিলোমিটার ডাবল সার্কিট ৪০০ কেভি এবং ৭ কিলোমিটার ২৩০ কেভি লাইন নির্মাণের দায়িত্বে রয়েছে।