ইউরোপের বাজারে আশা হতাশা যুক্তরাষ্ট্রে

বাংলাদেশের তৈরি পোশাকের একক প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। স্পর্শকাতর এ বাজারটিতে তৈরি পোশাক রপ্তানি কমেই চলেছে। বিশেষ করে তুলায় তৈরি সব ধরনের পোশাকের দর কমে আসার প্রবণতা কিছুটা আশঙ্কাজনকই। এ কারণে দেশটিতে পরিমাণে বেশি রপ্তানি সত্ত্বেও অর্থমূল্যে রপ্তানি কমছে। অন্যদিকে বিপরীত চিত্র জোটগত প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)। দর কিছুটা কমে আসা সত্ত্বেও রপ্তানি বেড়েছে জোটের দেশগুলোতে।
যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) প্রতিবেদন বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে, অর্থাৎ প্রথম ১০ মাসে আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি কমেছে ৩ দশমিক ৩৩ শতাংশ। রপ্তানি কম হয়েছে ২১ কোটি ডলার। দেশীয় মুদ্রায় রপ্তানি কমে যাওয়ার পরিমাণ আড়াই হাজার কোটি টাকারও বেশি। গত বছরের একই সময়ের ৬৩৬ কোটি ডলারের রপ্তানি এবার ৬১৫ কোটি ডলারে নেমে এসেছে। দেশটিতে বাংলাদেশের পণ্যের দর কমে আসার কারণেই এ রকমটি হয়ে থাকতে পারে।

ওটেক্সার তথ্য-উপাত্তে দেখা যায়, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয়, এমন প্রধান পাঁচটি তুলায় তৈরি পণ্যের সবকটির দরই কমেছে। কটন ওভেন ট্রাউজারের দর কমেছে প্রায় ৮ শতাংশ। কটন নিটেড সোয়েটারে কমেছে ৭ শতাংশ। কটন নিটেড টি-শার্ট ও কটন ওভেন শার্টের দর কমেছে ৪ শতাংশ হারে। ৪ দশমিক ৪ শতাংশ কমেছে কটন ওভেন ট্রাউজারের।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি যেখানে কমছে, সেখানে প্রধান প্রতিযোগী ভিয়েতনামের রপ্তানি বাড়ছে। গত ১০ মাসে দেশটির রপ্তানি বেড়েছে ৩ দশমিক ৯৩ শতাংশ। পরিমাণেও রপ্তানি বাংলাদেশের দ্বিগুণ। ১ হাজার ২৭০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রে রপ্তানিতে প্রতিবেশী ভারতও ক্রমে বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠছে। দেশটির রপ্তানি বেড়েছে ৩ শতাংশের মতো। তাদের ৩৯৫ কোটি ডলারের কিছু কম রপ্তানি ৪০৫ কোটি ডলারে উন্নীত হয়েছে। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষ ১০ দেশের মধ্যে বরাবরের মতো চীনের প্রাধান্য রয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটির রপ্তানির পরিমাণ ১ হাজার ৪০৩ কোটি ডলার। অবশ্য এ সময় দেশটির রপ্তানি কমেছে ১ দশমিক শূন্য ৬ শতাংশ।

অন্যদিকে দর কমে আসা সত্ত্বেও বছরের প্রথম ১০ মাসে ইইউ জোটে রপ্তানি বেড়েছে বাংলাদেশের। ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১ দশমিক ৪৩ শতাংশ। রপ্তানির মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৫২ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৩ কোটি ৩০ লাখ ডলার বেশি।
ইইউ জোটে তৈরি পোশাক রপ্তানিতে চীনের অবস্থান বরাবরের মতো ১ নম্বরে। ইউরোস্ট্যাটের তথ্যে দেখা যায়, ১০ মাসে চীনের রপ্তানি বাড়ার হার বাংলাদেশের চেয়ে কম। চীনের রপ্তানি বেড়েছে ১ দশমিক ১৪ শতাংশ। রপ্তানির পরিমাণ ২ হাজার ১৮৩ কোটি ডলার। ভিয়েতনামের রপ্তানি ইইউতে খুব বেশি নয়। জোটে রপ্তানিতে দেশটির অবস্থান ষষ্ঠ। তাদের রপ্তানি বাড়লেও ৩ দশমিক ৩১ শতাংশ পরিমাণ ৩৫৬ কোটি ডলারেরও কম।

তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্টের অতিরিক্ত মহাব্যবস্থাপক মহিউদ্দিন রুবেল সমকালকে বলেন, ইউরোপে পোশাকপণ্যের চাহিদা বাড়ছে। প্রতিযোগী দেশগুলো সে সুযোগ কাজে লাগাচ্ছে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ এ সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছে না। ব্র্যান্ড-ক্রেতা প্রতিষ্ঠান যেখানে সাশ্রয়ী দামে পণ্য পাবে, সে দেশেই যাবে এটাই বাণিজ্যের স্বাভাবিক প্রবণতা। সম্প্রতি বিভিন্ন খাতে সংস্কার এবং শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া ইত্যাদি কারণে বাংলাদেশের প্রতি ইউরোপ ও আমেরিকার ব্র্যান্ড-ক্রেতাদের আস্থা বেড়েছে। প্রধান উপদেষ্টার ব্যক্তি ইমেজও দারুণ কাজে দিচ্ছে। ট্রাম্পের বাণিজ্য নীতিতে চীনা পণ্যে আরও শুল্কারোপ হতে পারে। ভারতীয় পণ্যেও শুল্কারোপ হতে পারে। সব মিলিয়ে আগামীতে বাংলাদেশ রপ্তানিতে সুবিধাজনক অবস্থান পাবে।