সাবিনাদের পুরস্কারের ঘোষণা দিয়ে বিপাকে বাফুফে!
দৃশ্যপট: ১– ৩১ অক্টোবর সাফজয়ী
মেয়েদের রাজকীয় বরণের দিন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১ কোটি
টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সেদিন সন্ধ্যায় বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল
হাসান বলেছিলেন, এর চেয়ে বেশি অর্থ ফেডারেশন থেকে দেবেন তারা।
দৃশ্যপট: ২– নির্বাচনের পর ৯
নভেম্বর বাফুফের নির্বাহী কমিটির প্রথম মিটিং শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান
আমিরুল ইসলাম বাবু মেয়েদের জন্য দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেন। সেই টাকা
ফেডারেশনের ফান্ড থেকে নয়, সদস্যরা মিলেই জোগাড় করবেন।
আনুষ্ঠানিক ঘোষণার দেড় মাসের বেশি সময় পার হলেও
এখনও সাবিনা খাতুন-ঋতুপর্ণাদের হাতে পুরস্কারের টাকা তুলে দিতে পারেনি বাংলাদেশ
ফুটবল ফেডারেশন। অথচ তাদের পর ঘোষণা দেওয়া বাংলাদেশ সেনাবাহিনী এবং অলিম্পিক
অ্যাসোসিয়েশন যৌথভাবে ১ কোটি টাকা দিয়েছে মেয়েদের। আর সেই টাকা কক্সবাজারে বড়
আয়োজনের মাধ্যমে দিয়েছে।
নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জেতা তহুরা
খাতুন-সানজিদা আক্তারদের ২০ লাখ টাকা প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সাউথইস্ট ব্যাংক সাফজয়ী মেয়েদের প্রত্যেককে ৩ লাখ এবং কোচদের হাতে তুলে দিয়েছে ১
লাখ টাকা। ওয়ালটন দিয়েছে প্রত্যেককে একটি করে ফ্রিজ। এর বাইরে আরও অনেক ব্যক্তি
এবং প্রতিষ্ঠান মেয়েদের পুরস্কৃত করলেও ঘুমিয়ে আছেন বাফুফে কর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাহী কমিটির এক সদস্য
সমকালের কাছে এই ব্যাপারে নিজের হতাশাটা প্রকাশ করেন, ‘মেয়েদের
পুরস্কারের বিষয়টি নিয়ে কেন এমন হচ্ছে, আমি বুঝতে পাচ্ছি না। সভাপতিকে (তাবিথ
আউয়াল) আমি বলেছি, দ্রুত যেন টাকা তাদের হাতে দেওয়া হয়। এটা নিয়ে আমি
ব্যক্তিগতভাবে বিব্রত। সবাই দিল; কিন্তু আমরা দিলাম না, ব্যাপারটা একটু কেমন হলো
না?’
গত ১১ ডিসেম্বর বাফুফের নির্বাহী কমিটি দ্বিতীয়
সভা করেছিল। সেখানে মেয়েদের পুরস্কারের টাকা জোগাড় করতে সবাইকে তাগিদ দিয়েছেন
সভাপতি তাবিথ আউয়াল। এত বড় আর্থিক পুরস্কারের বিষয়টি ঘোষণার আগে কমিটির সবার সঙ্গে
আলোচনা করার কথা।
এক সদস্য বলেছেন, তাবিথ নাকি প্রথম মিটিংয়েই
পুরস্কারের অঙ্ক ঘোষণা দেন এবং তা নির্বাহী কমিটির সবাই মিলে দেবেন বলে জানান। সেই
প্রস্তাবে সেদিন সবাই সায় দিলেও এখন অনেক সদস্যই অর্থ দেওয়ার ক্ষেত্রে পিছু
হটেছেন। অতীতে ফেডারেশনের ফান্ড থেকেই দেওয়া হয়েছিল আর্থিক পুরস্কার। বর্তমানে
বাফুফের তহবিল ফাঁকা, উল্টো অনেক টাকা লোন রেখে গেছেন তৎকালীন সভাপতি কাজী
সালাউদ্দিন। যে কারণে সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কারের দেড় কোটি টাকার অঙ্কাটা পদবি
অনুযায়ী ভাগ করা হয়।
নির্বাহী কমিটির ১৫ সদস্য ৫ লাখ করে ৭৫ লাখ, চার
সহসভাপতি ১০ লাখ করে ৪০ লাখ, সিনিয়র সহসভাপতি ১৫ এবং সভাপতির ধার্য করা হয়েছে ২০
লাখ টাকা। যতটুকু জানা গেছে, এখনও পর্যন্ত কোনো সদস্যই ধার্যকৃত ৫ লাখের মধ্যে
কিছুই দেননি। এই বিষয়টি নিয়েও অসন্তুষ্ট বাফুফের ওই সদস্য, ‘আমার
কথা হলো, যার যতটুকু সামর্থ্য আছে, ততটুকু আগে দিক। বাকিটা না হয় আমরা বুঝব।’
এই বিষয়ে জানতে চাইলে সভাপতি তাবিথ আউয়ালকে ফোন
দিলে দাওয়াতে আছেন বলেই লাইন কেটে দেন।