বুড়ো কোহলির ভীমরতি, কনসটাসকে ধাক্কা দিয়ে পেলেন শাস্তি
অজি ওপেনার স্যাম কনসটাসের বয়স মাত্র ১৯ বছর।
ভারতের বিপক্ষে বক্সিং ডে’র মতো হাইভোল্টেজ টেস্টে অভিষেক হয়েছে তার। ওই কনসটাসকে ‘ভড়কে
দিতে’ অবাক কাণ্ড করে বসেন দ্বিগুন বয়সের বিরাট কোহলি। যেন ভীমরতি ভর
করে তার মাথায়। ইনিংসের ১০ম ওভারে উইকেট ধরে স্ট্রাইক বদল করা কনসটাসের কাঁধে কাঁধ
বাধিয়ে ধাক্কা দেন ভারতীয় ব্যাটার।
শুধু ধাক্কা দিয়েই ক্ষান্ত হননি ৩৬ বছরের বিরাট।
কনসটাসের সঙ্গে বাগবিতণ্ডায়ও জড়ান। বয়স কম হলেও ঝাঁজ যে কম নয় তা ব্যাট হাতে যেমন
তেমনি তাৎক্ষণিক কোহলির কাণ্ডে প্রতিক্রিয়া দেখিয়েও বুঝিয়ে দেন ম্যাক সুইনির জায়গায়
অভিষেক হওয়া কনসটাস।
ওই ঘটনায় বিরাট কোহলিকে তার ম্যাচ ফির ২০ শতাংশ
জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ভারতের ডানহাতি
ব্যাটারকে। তিনি আইসিসির আচরণবিধির ২.১২ ধারা ভঙ্গ করেছেন। যেখানে বলা হয়েছে ‘ক্রিকেটে
যেকোন ধরনের অসঙ্গত শারীরিক শক্তি প্রদর্শন পুরোপুরি নিষিদ্ধ।’
মেলবোর্নে কোহলি অক্রিকেটীয় ওই কাণ্ড ঘটিয়েছেন
৯০ হাজার দর্শকের সামনে! কনসটাস স্ট্রাইক বদল করার সময় কোহলি বল হাতে নিয়ে ক্রিজের
ঘা ঘেষে সামনে এগোতে থাকেন। যেখানে মোটেও তার থাকার কথা নয়। কনসটাস বিষয়টি খেয়াল
করেননি। কোহলি কাঁধে কাঁধ বাধিয়ে ধাক্কা দিয়ে ঝগড়া বাধিয়ে দিলে অজি ওপেনার উসমান
খাজা ও মাঠে থাকা আম্পায়ার তাদের থামানোর চেষ্টা করেন।
ওই ঘটনায় কোহলির বড় সাজা দাবি করেছেন পন্টিং, ‘বিরাট
উইকেট জুড়ে কনসটাসের ডানপাশ দিয়ে হেঁটে এসেছে এবং ইচ্ছাকৃত এই ধাক্কা দিয়েছে। আমার
ধারণা, আম্পায়ার এবং ম্যাচ রেফারি বিষয়টি পরিষ্কারভাবে লক্ষ্য করেছেন। ম্যাচের এই
পর্যায়ে কোনভাবেই ফিল্ডারের মাঠের ওই জায়গায় থাকার কথা নয়। কোহলিকে এই ঘটনায় বেশ
কিছু প্রশ্নের উত্তর দিতে হবে।’ ভারতীয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও মনে করেন, বড় ভুল করেছেন
কোহলি।
ম্যাচে ওই ঘটনার পর নিজের মধ্যে থাকা আগুন ব্যাট
হাতে দেখিয়েছেন কটসটাস। ধাক্কাধাক্কির পরের ওভারেই তিনি জাসপ্রিত বুমরাহকে দুই চার
ও একটি ছক্কা হাঁকান। তার রিভার্স সুইপ, রিভার্স স্কুপে মারা বাউন্ডারি ক্রিকেট
বিশ্বকে অবাক করেছে। কোহলির সঙ্গে দ্বন্দ্বের সময় ৩৮ বলে ২৭ রান করেছিলেন তিনি।
২০তম ওভারে আউট হওয়ার আগে ওই ব্যাটার ৬৫ বলে খেলেন ৬০ রানের ইনিংস।