রেইস ব্যবস্থাপনাধীন মিউচ্যুয়াল ফান্ড গুলোর সম্পদ সুরক্ষিত, কোনো ঘাটতি নেই: আইসিবি এবং ব্র্যাক ব্যাংকের রিপোর্ট

দেশের অন্যতম বৃহৎ সম্পদ ব্যবস্থাপক বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএল এর ব্যবস্থাপনাধীন ফান্ডগুলোর সম্পদ সুরক্ষিত রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে প্রেরিত একটি রিপোর্টে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বেসরকারি ব্র্যাক ব্যাংক মিউচুয়াল ফান্ডগুলোর দুটি স্বাধীন কাস্টডিয়ানের তথ্যে এই বিষয়টি নিশ্চিত হয়েছে।

রিপোর্টে অনুযায়ী, ২০২৪ সালে আইসিবি রেইস পরিচালিত মিউচুয়াল ফান্ডগুলোর ১৪০৪.৬০ কোটি টাকার মধ্যে ১৪০৪.৬০ কোটি টাকা বা ১০০% পুঁজিবাজার বিনিয়োগের হিসাব কাস্টডিয়ান হিসেবে বুঝে পেয়েছে। এই ফান্ডগুলো হচ্ছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফাস্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড -এর কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক জানিয়েছে যে, তারা রেইস পরিচালিত চারটি মিউচুয়াল ফান্ডের ৮৩১.৮২ কোটি টাকার মধ্যে ৮৩১.৮২ কোটি টাকা বা ১০০% পুঁজিবাজার বিনিয়োগ সুরক্ষিত অবস্থায় পেয়েছে।

মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির এই রিপোর্ট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজের উপদেষ্টা অধ্যাপক মজহারুল ইসলাম বলেন, "এটি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত ভালো খবর।" তিনি আরও বলেন,  “রেইস এর মিউচুয়াল ফান্ডের তিনটি মূল ভিত্তি হলো এর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ট্রাস্টি (আইসিবি ও বিজিআইসি) এবং কাস্টডিয়ান (ব্র্যাক ব্যাংক ও আইসিবি), যারা স্বতন্ত্রভাবে বিনিয়োগকারীদের সম্পদ সুরক্ষায় কাজ করে। এটি বিনিয়োগকারীদের এবং রেগুলেটরের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করবে।"

মিউচ্যুয়াল ফান্ড খাতের একজন অভিজ্ঞ হিসেব একটি একটি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বলেন কিছুদিন আগে সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি, অডিটর , কাস্টডিয়ান, বিএসইসি এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে বিএসইসির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, কোনো মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ যদি সম্পূর্ণ ভাবে রিপোট অনুযায়ী ঠিক থাকে তবে ফান্ড ম্যানেজার যে কোনো বেআইনী কার্যক্রমে লিপ্ত হয়নি তাই প্রকাশ পায়। যদি সমস্ত সম্পদ কাস্টডিয়ানের কাছে সুরক্ষিত থাকে তবে রেগুলেটরি হিসেবে সম্পদ ব্যস্থাপনায় আমাদের অযাচিত ভাবে হস্তক্ষেপ করা উচিত নয়। অতএব বিএসইসির এই মানদন্ডে রেইস পরিচালিত মিউচ্যুয়াল ফান্ডগুলোর ৯৯.৯৯% সম্পদের হিসাব পাওয়া গিয়েছে। তাহলে কেনো এতো অপপ্রচার”।

বাংলাদেশের শেয়ারবাজার দীর্ঘ সময় ধরে বিভিন্ন নেতিবাচক প্রভাবের শিকার। বিশেষ করে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের অধীনে দীর্ঘ সময়ের জন্য ফ্লোর প্রাইস কার্যকর থাকার বিষয়টি সবচেয়ে ক্ষতিকর ছিল। তিনি বর্তমানে দুর্নীতি দমন কমিশনের তদন্তের অধীনে রয়েছেন। মিউচুয়াল ফান্ড খাতের উপর অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির একটি সমীক্ষায় দেখা গেছে ২/১টি মিউচ্যুয়াল ফান্ড ছাড়া অন্য কোনও মিউচুয়াল ফান্ড ২০২৪ সালে লভ্যাংশ দিতে সক্ষম হয়নি। খাত সংশ্লিষ্টরা অভিযোগ করেন ৭০% মিউচ্যুয়াল ফান্ড বর্তমানে তদন্তের মধ্যে দিয়ে যাচ্ছে।  যার ফলে সম্পদ ব্যবস্থাপকরা তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না।

মিউচুয়াল ফান্ডের একজন হতাশাগ্রস্ত বিনিয়োগকারী জনাব আহসান হাবীব বলেন, “আমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ থেকে নিয়মিত ভালো লভ্যাংশ পেতাম। ভেবেছিলাম নতুন সরকারের অধীনে পুঁজি বাজার এবং ফান্ডের রিটার্ন আরও ভালো হবে। কিন্তু তা আরও খারাপ হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অতিরিক্ত হস্তক্ষেপের কারনে পুঁজিবাজারের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায় পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা উচিত যাতে তারা কার্যক্রমে মনোযোগ দিতে পারে এবং আমাদের লভ্যাংশ দিতে পারে।”

রেইসের হেড অফ কমপ্লায়েন্স এবং ডিএমডি মোঃ মামুনুর রশীদ বলেন, “আমাদের মিউচুয়াল ফান্ডগুলোর পুঁজিবাজারে বিনিয়োগকৃত মোট সম্পদ (২২৩৬.৪২ কোটি টাকা)। কাস্টোডিয়ান আইসিবি এবং ব্র্যাক ব্যাংকের হাতে রয়েছে এবং নিয়মিত ট্রাস্টি কাস্টডিয়ান দ্বারা যাচাই করে বিএসইসিকে রিপোর্ট করা হয়। অর্থাৎ আমরা এতোদিন ধরে বলে আসছিলাম যে আমাদের সম্পদ সুরক্ষিত আছে এবং আমাদের অধীনে আইনবর্হিভূত ভাবে পরিচালিত হয়নি। রেইস প্রতিষ্ঠার পর থেকে বিনিয়োগকারীদের জন্য ১৮০০ কোটি টাকার বেশি লভ্যাংশ প্রদান করেছে, যার মধ্যে গত তিন বছরেই ৬০০ কোটি টাকার নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে।”

এর আগে মিডিয়া রিপোর্টে রেইস সিনিয়র কর্মচারীরা অভিযোগ করেছেন যে একটি দুষ্টচক্র অপপ্রচার চালাচ্ছে এবং গুজব ছড়িয়ে চাঁদাবাজি ও কোম্পানী দখলের অপচেষ্টা চালিয়ে যাচেছ। এই ধরনের অপপ্রচার গত ১৫ বছরের অর্জনকে ক্ষতিগ্রস্থ করছে ও মিউচুয়াল ফান্ড সেক্টরের আস্থা নষ্ট করছে। তাই আমরা মিডিয়ার কাছে মুখ খুলতে বাধ্য হচ্ছি। 

তদন্তের নাম করে কোম্পানী দখলের পায়তারা। বিএসইসির একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তার একটি রিপোর্ট এই প্রতিবেদকের হাতে এসেছে। যাতে উল্লেখ করা হয় শিবলী রুবাইয়াতের মেয়াদকালে তিনটি বৃহত্তম সম্পদ ব্যবস্থাপক আইসিবি, রেইস এবং এলআর গ্লোবাল -এর মিউচুয়াল ফান্ডগুলোর ৩ বছরের দীর্ঘ অনুসন্ধান চালানো হয়। অবসরপ্রাপ্ত বিএসইসি ঊর্ধ্বতন কর্মকর্তা তার মন্তব্যে উল্লেখ করেছেন যে অন্য দুই সম্পদ ব্যবস্থাপকের চলমান পরিদর্শন সম্পর্কে অনেক কিছু প্রকাশ করা না হলেও, শুধুমাত্র রেইস এরটা প্রকাশ করা হয়েছে। অথচ রেইস এর বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। রেইস এর সম্পদের মান এবং পরিচালনা দক্ষতা ২৬টি সম্পদ ব্যবস্থাপকের মধ্যে সেরা। তবুও রেইস এর উপর ক্রমাগত যাচাই-বাছাই ছিল বিভ্রান্তিকর, উদ্দেশ্য প্রনোদিত।

অবশেষে, শিবলী রুবাইয়াতের নেতৃত্বে বিএসইসি কর্মকর্তা এবং রেইস এর পরিচালকের দ্বন্দ বেশ প্রকাশ্যে আসে। শেষ পর্যন্ত রেইস আদালতের আশ্রয় নেয়। শিবলী রুবাইয়াত, তার সহযোগী এবং একজন রেইস এর অভ্যন্তরীণ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে এবং দাবি করে যে এই দলটি রেইস এবং তার পরিচালিত মিউচুয়াল ফান্ড দখলের ষড়যন্ত্র করেছে। এই অভিযোগ শুধুমাত্র রেইস এর একার নয়। বিভিন্ন সূত্র মিডিয়া এবং আদালতের নথিতে অভিযোগ আছে যে শিবলী রুবাইয়াতের শাসনামলে নিয়ন্ত্রক সংস্থা ক্ষমতা অপব্যবহার করে ২৫ টিরও বেশি প্রতিষ্ঠান দখল করা হয়েছে।