অর্থ উপদেষ্টা: শেয়ার বাজার বিপর্যয়ে নিয়ন্ত্রক সংস্থা দায়ী, "জেড" ক্যাটাগরী শেয়ার আর মূল্যহীন আবর্জনায় বিনিয়োগ একই

পুঁজিবাজারের অস্থিরতার জন্য বিনিয়োগকারীরা শুধু দায়ী নয় বলে মন্তব্য করেছেন সরকারের অন্তর্বর্তীকালীন অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বরং গুরুত্বপূর্ণ দায় খেলোয়াড় ও নিয়ন্ত্রকদের। তিনি এই সমস্যা মোকাবেলায় সচেতনতামূলক প্রচারের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তথ্য সম্বলিত বই 'ব্যাংকিং পঞ্জিকা'র ষষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, 'অনেকে জেড ক্যাটাগরির কোম্পানির শেয়ার কিনছেন, যেগুলোর কোনো অস্তিত্বই নেই। এটা জানার পরও ব্যাপক উৎসাহের সঙ্গে এসব শেয়ার কেনা হচ্ছে। এগুলো শেষ পর্যন্ত বর্জ্য কাগজে পরিণত হবে। অন্যদিকে শেয়ারের দাম কমার সঙ্গে সঙ্গে মানুষ প্রতিবাদ করে, যা আমি সমর্থন করি না।

তিনি আরও বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) কারসাজি না করে নির্ভুলভাবে তথ্য প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ব্যাংকিং ও আর্থিক খাতের মতো পুঁজিবাজারের অবস্থাও উদ্বেগজনক।

গত ১৫ বছরের তথ্য অসঙ্গতির কথা উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, তথ্য গোপনের চেষ্টা করা হয়েছে। এখন এই সমস্যাগুলি সংস্কার ও সংশোধনের চেষ্টা করা হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, 'আমরা এখানে ক্ষমতা দেখাতে আসিনি, এসেছি দায়িত্ব পালন করতে। আমরা একটি জাতীয় একক উইন্ডো প্রতিষ্ঠার জন্য কাজ করছি যাতে ব্যবসাগুলি একাধিক স্থানে না গিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য এক জায়গায় অ্যাক্সেস করতে পারে।

ব্যাংকিং পঞ্জিকা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন 'ব্যাংকিং পঞ্জিকা' বইয়ের নির্বাহী সম্পাদক সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকিং পঞ্জিকা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও গ্লোবাল ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং পঞ্জিকা অধিদপ্তরের প্রকল্প পরিচালক আবদার রহমান।