এখন অর্থনীতির চাকা ঘোরানো দরকার: হোসেন জিল্লুর রহমান
এখন অর্থনীতির চাকা ঘোরানো বা বেগবান করা দরকার
বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, অবশ্য এ কাজ শুধু অর্থ মন্ত্রণালয়ের নয়, অন্যদেরও সমান দায়িত্ব
আছে। বিনিয়োগ থমকে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ অনেক কিছু করার আছে।
ক্ষুদ্র ও মাঝারি পর্যায় (এসএমই) থেকে তৃণমূল পর্যায়ে কীভাবে আস্থার জায়গা তৈরি
করা যায় এবং মূল্যস্ফীতির চাপ থেকে পরিবারগুলোকে কীভাবে রক্ষা করা যায়, সেটা
গুরুত্বপূর্ণ।
তবে অলিগার্কদের বাজার নিয়ন্ত্রণের শক্তি কমানোর
ক্ষেত্রে দৃশ্যমান কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন হোসেন জিল্লুর।
শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে
অনুষ্ঠিত ব্যাংকিং অ্যালমানাকের ষষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির
বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন
আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাংলাদেশ ব্যাংকের
ডেপুটি গভর্নর নুরুন নাহার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি)
চেয়ারম্যান আবদুল হাই সরকার।
এদিন অর্থনীতিতে পাঁচটি বড় চ্যালেঞ্জ চিহ্নিত
করেন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, এর মধ্যে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর কাজ
চলছে এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাও সন্তোষজনক পর্যায়ে। যথাযথ পদক্ষেপ নিলে
অন্য তিনটির ক্ষেত্রেও ২০২৫ সালের মধ্যে ইতিবাচক কিছু দেখা যাবে।
এই দুটির সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা,
কর্মসংস্থানের সুযোগ তৈরি ও বিশেষ সুবিধাভোগী ব্যবসায়িক শ্রেণির (অলিগার্ক) প্রভাব
কমানো—এই পাঁচটিকে অর্থনীতির বড় চ্যালেঞ্জ বলে চিহ্নিত করেন সাবেক
তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.
সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতির লাগাম টানতে বারবার সুদের হার বাড়ানো হলেও
সুফল মিলছে না নিত্যপণ্যের বাজারে; চড়তে থাকা মূল্যস্ফীতি নভেম্বরে আরও বেড়ে
দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশে। আগের মাসেও এই হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। তার মানে
২০২৩ সালের নভেম্বরে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা এ বছরের নভেম্বরে কিনতে
ব্যয় করতে হয়েছে ১১১ টাকা ৩৮ পয়সা।
বিগত ১৫ বছরের তথ্য বিভ্রাট নিয়ে ‘বিদেশি
বিনিয়োগকারীদের কাছে নানা প্রশ্নের মুখোমুখি’ হতে হয় উল্লেখ করে
অর্থ উপদেষ্টা বলেন, টের পাচ্ছি... কিসের মধ্য দিয়ে গত ১৫ বছর। মূল্যস্ফীতি,
জিপিডি নিয়ে তথ্য বিভ্রাটের পেছনে অনিচ্ছাকৃত কিছুটা ভুল রয়েছে আবার নীতি
নির্ধারকরাও তথ্য লুকানোর চেষ্টা করেন বলেও তিনি মন্তব্য করেন।
অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার বলেন, আমরা
সেক্টরগুলোতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উন্নয়ন
সহযোগীদের সহযোগিতা চাই। যাতে বিশৃঙ্খলা না হয়। আসরা ইতোমধ্যে বিভিন্ন বোর্ডে
পরিবর্তন এনেছি।