হুতিদের ‘ফিলিস্তিন-২’ ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারলো না ইসরায়েল, আহত ১৬
ইসরায়েলের তেল আবিবের জাফা এলাকায় ‘ফিলিস্তিন-২’ নামক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি
বিদ্রোহীরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) মধ্য
ইসরায়েলে ছোড়া এই ক্ষেপণাস্ত্র ঠেকেতে ব্যর্থ হয় ইসরায়েল।
এক বিবৃতিতে হুথি জানিয়েছে, তাদের
যোদ্ধারা অধিকৃত জাফা এলাকায় ইসরায়েলি শত্রুদের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ‘ফিলিস্তিন-২’
নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে।
ইয়েমেনের সানা ও আল হুদায়দাহ শহরে
সম্প্রতি ইসরায়েলি বিমান হামলার জবাবে গতকাল শুক্রবার মধ্য ও দক্ষিণাঞ্চলে একাধিক
ড্রোন হামলা চালায় হুথিরা। বৃহস্পতিবারও ইসরায়েলি অবস্থানে তিনটি সামরিক অভিযানের
দাবি করে তারা। এরপর আজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।