হুতিদের ‘ফিলিস্তিন-২’ ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারলো না ইসরায়েল, আহত ১৬

ইসরায়েলের তেল আবিবের জাফা এলাকায় ফিলিস্তিন-২ নামক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) মধ্য ইসরায়েলে ছোড়া এই ক্ষেপণাস্ত্র ঠেকেতে ব্যর্থ হয় ইসরায়েল।

তেল আবিব বলছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর মধ্য ইসরায়েলে আঘাত হেনেছে।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডোম জানিয়েছে, বিস্ফোরণে কাচ ভেঙে ২০ জন সামান্য আহত হয়েছেন।

এক বিবৃতিতে হুথি জানিয়েছে, তাদের যোদ্ধারা অধিকৃত জাফা এলাকায় ইসরায়েলি শত্রুদের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ফিলিস্তিন-২ নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে।

ইয়েমেনের সানা ও আল হুদায়দাহ শহরে সম্প্রতি ইসরায়েলি বিমান হামলার জবাবে গতকাল শুক্রবার মধ্য ও দক্ষিণাঞ্চলে একাধিক ড্রোন হামলা চালায় হুথিরা। বৃহস্পতিবারও ইসরায়েলি অবস্থানে তিনটি সামরিক অভিযানের দাবি করে তারা। এরপর আজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের মুখোমুখি গাজার সঙ্গে সংহতি জানিয়ে হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লোহিত সাগরে ইসরায়েলি পণ্যবাহী জাহাজ বা তেল আবিবের সাথে সম্পর্কিত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প প্রকাশ করেছে তারা।

২০২৪ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি জোট লোহিত সাগরে ইয়েমেনের বিভিন্ন অংশে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। মাঝে-মধ্যে দলটির পক্ষ থেকে পাল্টা হামলা চালানো হয়েছে।