শীর্ষ সন্ত্রাসী ‘হাড্ডি সাগর’ গ্রেপ্তার
খুলনা নগরীর শীর্ষ
সন্ত্রাসী সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর ওরফে বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে
পুলিশ। তার কাছ থেকে ৩ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা
হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে
নগরীর সিঅ্যান্ডবি কলোনির মাঠ থেকে সোনাডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার দুপুরে
সোনাডাঙ্গা থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি
কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, সোনাডাঙ্গা থানা পুলিশ গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিঅ্যান্ডবি কলোনির মাঠে একজন অবৈধ অস্ত্রধারী
সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশে অবস্থান করছে। পুলিশ দ্রুত সেখানে গিয়ে হাড্ডি
সাগরকে দেখতে পায়। এ সময় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, খুলনা
নগরীতে ত্রাস সৃষ্টিকারী ১২ জন সন্ত্রাসীর তালিকায় গ্রেপ্তার হাড্ডি সাগর তৃতীয়
শীর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেপ্তারের জন্য সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার
পুরস্কার ঘোষণা করেছিলেন। উদ্ধার করা অস্ত্র দিয়ে সাগর সাম্প্রতিক সময়ে কোনো
অপরাধমূলক কাজ করেছে কিনা, অস্ত্রের উৎস সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ
ঘটনায় সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
ডেপুটি কমিশনার জানান,
সাগরের বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি এবং মাদকসহ বিভিন্ন
ধরনের সাতটি মামলা রয়েছে।