প্রতিপক্ষের বুটের আঘাতে ক্ষতবিক্ষত দোন্মারুম্মার মুখ
এ যেন সিনেমার দৃশ্য। খেলার মাঠে বুট দিয়ে সজোরে লাথি মারলো
প্রতিপক্ষের খেলোয়ার। আর তাতে মারাত্মক আহত হলেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি
দোন্নারুম্মা। তার ক্ষতবিক্ষত রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে থাকা যায় না। কিন্তু এই
কাণ্ড যে ঘটালো, তার বিরুদ্ধে কোন পদক্ষেপই নেয়নি রেফারি। আর তাতেই শুরু হলো
সমালোচনা।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ফরাসি
লিগ আঁতে মোনাকোর বিপক্ষে ৪-২ গোলে জিতেছে পিএসজি। ম্যাচের ১৭তম মিনিটে
দোন্নারুম্মার সঙ্গে এই ঘটনা ঘটে। মোনাকোর মাঠে স্বাগতিক দলের ডিফেন্ডার উইলফ্রিড
সিঙ্গোর নেওয়া শট আটকে দিয়েছিলেন দোন্নারুম্মা। তবে ছুটতে থাকা সিঙ্গো নিজের গতি
সামলাতে পারেননি। সংঘর্ষ এড়াতে তিনি চেষ্টা করেছিলেন দোন্নারুম্মাকে টপকে যেতে।
তখনই ঘটে দুর্ঘটনা।
দোন্নারুম্মাকে টপকে যাওয়ার চেষ্টা
করতেই সিঙ্গোর বুটের স্পাইক গিয়ে সরাসরি আঘাত করে পিএসজি গোলকিপারের মুখে। প্রচণ্ড
আঘাতে দোন্নারুম্মার গালের অনেকটা অংশই কেটে যায়। রক্তপাত বন্ধ করতে দ্রুত ১০টি
স্টাপল করে কাটা অংশ জোড়া দেওয়া হয়। মিনিট পাঁচেক খেলা বন্ধ থাকে। দোন্নারুম্মা
মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ফের শুরু হয় খেলা।