বিনিয়োগের পথরেখা পেলেও চিন্তায় ব্যবসায়ীরা
সরকারের নির্বাচনী রোডম্যাপকে
বিনিয়োগকারীদের জন্য ‘পথরেখা’ মনে করছেন ব্যবসায়ীরা। এতে কিছুটা হলেও আস্থা ফিরে আসবে এবং নতুন
বিনিয়োগ উৎসাহী হবে। তবে কপালে চিন্তার ভাঁজও রয়েছে ব্যবসায়ীদের। তাদের ভাষ্য,
অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রয়েছে। ভঙ্গুর সব খাতের ব্যাপক
সংস্কার ছাড়া নির্বাচন হলে পরিস্থিতির খুব হেরফের হবে না। পুরোনো রাহুই গ্রাস করবে
অর্থনীতিসহ সবকিছু।
অর্থনীতিবিদরাও বলছেন, নির্বাচনের স্পষ্ট
রূপরেখা দেশের বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াতে সহায়তা করবে। যদিও সংস্কার
নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তে। দেশ ও জনগণের উন্নতিতে গণতান্ত্রিক
ব্যবস্থার বিকল্প নেই।
এ ব্যাপারে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম সমকালকে বলেছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে
বিনিয়োগ করা মানে দুঃস্বপ্ন দেখা। ব্যবসায়ীরা এখন টিকে থাকার স্বপ্নে বিভোর।
সরকারে কে এলো, কে গেল, তা নিয়ে তাদের মাথাব্যথা নেই। তারা চান বিনিয়োগের সুন্দর
পরিবেশ ও স্থিতিশীলতা। সে জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি। তবে রাষ্ট্র এখন অনেকটাই
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে, সে জন্য সংস্কার সম্পন্নও জরুরি।
মোহাম্মদ হাতেম বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক
ও আর্থিক খাত, নির্বাচনী ব্যবস্থা, বিনিয়োগসহ প্রায় সবকিছু ধ্বংস করা হয়েছে।
পুলিশসহ বিভিন্ন বাহিনী পরিণত হয়েছিল দলীয় পেটোয়ায়। এসব বাহিনীতে শৃঙ্খলা ও
আত্মবিশ্বাস ফেরাতে সংস্কারের বিকল্প নেই। এ জন্য সময় দেওয়া উচিত। তবে দ্রুত
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠারও চেষ্টা করা উচিত।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
(ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য একটি সম্ভাব্য
সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এ ঘোষণা নির্বাচনী বছরের জন্য পরিকল্পনা
নিতে ব্যবসায়ীদের সহায়তা করবে। কারণ, এ দেশে নির্বাচনের সময় ব্যবসায়িক
কার্যক্রম কিছুটা বিঘ্নিত হয়। এখন আগাম প্রস্তুতির সুযোগ তৈরি হলো। তিনি বলেন,
বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। নেতৃত্ব নির্বাচন করা জনগণের অধিকার। অন্তর্বর্তী সরকার
দেশকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা যত দ্রুত সম্ভব
পূরণ করা উচিত।
তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক
পণ্য সরবরাহকারী কারখানার মালিকদের সংগঠন বিজিএপিএমইএর পরিচালক জামিল আহমেদ জানান,
সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের রোডম্যাপ ঘোষণাকে তারা স্বাগত জানান। তবে মনে
করেন, জনগণ ও দেশের উন্নতির জন্য দরকার গণতান্ত্রিক সরকার। বিদেশি বিনিয়োগকারীরা
সরকারের ওপর তেমন ভরসা করতে পারেন না।
তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন খাতে সংস্কার
করছে। বিনিয়োগকারীদের প্রত্যাশা, একটি সুস্থ পরিবেশ তৈরি হবে, যা পোশাকশিল্পকে
এগিয়ে নেবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সহায়ক অংশীজন হয়ে এনবিআরসহ অন্যান্য সরকারি
সংস্থা কাজ করবে বলে আশা প্রকাশ করেন জামিল আহমেদ।
ভবিষ্যতে কে সরকারে আসবে, তা ব্যবসায়ীরা চিন্তা
করেন না বলে মত তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
আবদুল্লাহ হিল রাকিবের। তিনি বলেন, আমরা সব সময় ব্যবসাবান্ধব পরিবেশ ও
বিনিয়োগবান্ধব নীতি চাই। কারণ শিল্প টিকে থাকলে দেশ উন্নত হবে। শিল্প না থাকলে
অর্থনীতি বিলীন হয়ে যাবে।
রাকিব বলেন, বর্তমানে ক্রেতারা রাজনৈতিক
স্থিতিশীলতা সম্পর্কে জানতে চান। আমরাও তো দেখছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই
নাজুক। আগামীতে অন্য কেউ সরকারে এলেও যে পরিস্থিতির খুব একটা উন্নতি হবে, তার কোনো
নিশ্চয়তা নেই। তাছাড়া এনবিআরসহ সরকারের বিভিন্ন সংস্থা ব্যবসায়ীদের সেই অর্থে
সহায়তা করছে না। নির্বাচন কমিশন অবাধ ও স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন দিয়ে শান্তি
ফেরাবে বলে ব্যবসায়ীরা প্রত্যাশা করেন।
বেসরকারি সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি
ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক সমকালকে
বলেন, স্পষ্ট রোডম্যাপ দেশের বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াতে সাহায্য করবে।
যদিও বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নির্ভর করবে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা এবং এটি
কীভাবে হবে তার ওপর। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় মসৃণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র
ফিরে এলে, তা দেশি-বিদেশি বিনিয়োগে সহায়ক হবে। তিনি আরও বলেন, অর্থনীতির ভবিষ্যৎ
নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ওপর। সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ তারা কতটা
গ্রহণ করবে, তাই বদলে দেবে অর্থনীতিসহ পুরো দেশের গতিপথ। আমরা আশা করি, নির্বাচিত
সরকারও সংস্কারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি ও সংস্কার উদ্যোগ অব্যাহত রাখবে।