দু’দিন শেয়ারদর বাড়ার পর কমেছে সূচক ও লেনদেন
পরপর দু’দিন বাড়ার পর গতকাল
বুধবার তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ার দর হারিয়েছে। এতে মূল্যসূচক ও
লেনদেনের পরিমাণও কমেছে। যদিও আগের দু’দিনের ধারাবাহিকতায়
গতকাল লেনদেন শুরু হয় ঊর্ধ্বমুখী ধারায়। তবে লেনদেনে গতি মঙ্গলবারের তুলনায় কম
ছিল।
দিনের লেনদেন শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধান
শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে
৩৯৫টির কম-বেশি শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ২৫২টির এবং
অপরিবর্তিত থেকেছে ৬৫টির দর।
বেশির ভাগ শেয়ার দর হারানোয় ডিএসইর প্রধান
মূল্যসূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট হারিয়ে ৫২০৮ পয়েন্টে নেমেছে। যদিও লেনদেনের প্রথম
ঘণ্টায় আগের দিনের তুলনায় প্রায় ১৮ পয়েন্ট বেড়ে ৫২৪২ পয়েন্ট ছাড়িয়েছিল। পরে শেয়ার
বিক্রির তুলনায় ক্রমচাহিদা কম থাকায় ধীরে ধীরে বেশির ভাগ শেয়ার দর হারায়। এতে
সূচকটি লেনদেনের পৌনে চার ঘণ্টা পর আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বা দিনের সর্বোচ্চ
অবস্থানের তুলনায় ৩৯ পয়েন্ট হারিয়ে ৫২০৩ পয়েন্ট পর্যন্ত নামে।
ব্রোকারেজ হাউস-সংশ্লিষ্টরা বলেন, আগের দু’দিনে
অধিকাংশ শেয়ারের দর, সূচক ও লেনদেন বেড়েছিল। এ ক্ষেত্রে বড় ভূমিকা ছিল রাষ্ট্রীয়
মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবির বিনিয়োগ। সরকারের গ্যারান্টিতে বাংলাদেশ
ব্যাংকের কাছ থেকে তিন হাজার কোটি টাকার ঋণ পাওয়ার পর প্রতিষ্ঠানটি নতুন করে
বিনিয়োগে নামে। বিশেষত স্কয়ার ফার্মা, এক্মি ল্যাবরেটরিজসহ কিছু ভালো মৌলভিত্তির
শেয়ারে বিনিয়োগের ফলে সূচক বেশ বেড়ে যায়। সূচকের বৃদ্ধি দেখে অন্যান্য
বিনিয়োগকারীরও অংশগ্রহণ বাড়ে।
পর্যালোচনায় দেখা গেছে, গত ১৫ ও ১৭ ডিসেম্বরের
শেয়ারদর বৃদ্ধিতে ডিএসইএক্স সূচক ১১৯ পয়েন্ট বাড়ে। অবশ্য এর আগের টানা ছয় দিনের দর
পতনে সূচকটি হারায় প্রায় ১৩৩ পয়েন্ট।
এদিকে আগের দিনের তুলনায় পৌনে ৪৮ কোটি টাকার
লেনদেন কমেছে ডিএসইতে। এদিন ঢাকার শেয়ারবাজারে ৪০২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়।
মঙ্গলবার এ বাজারে ৪৫০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়।
গতকাল ৩৯৫ কোম্পানির শেয়ার ও ফান্ডের সাকল্যে
৪০২ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেন তালিকায় শীর্ষ দশে থাকা
কোম্পানিগুলোর মোট ১৩৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়, যা মোটের প্রায় ৩৪ শতাংশ।
সর্বাধিক ২৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে মোবাইল অপারেটর কোম্পানি
রবির। এ ছাড়া এক্মি ল্যাব ২০ কোটি ২৭ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ১৫ কোটি
৭৬ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৫ কোটি ৫৮ লাখ টাকা, অগ্নি সিস্টেমস ১২ কোটি ৪৪ লাখ
টাকার লেনদেন নিয়ে এর পরের অবস্থানে ছিল। এ ছাড়া গ্রামীণফোন, ওরিয়ন ইনফিউশন ও
ড্রাগন সোয়েটারের ১০ থেকে পৌনে ১২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।