সংরক্ষিত বনের পাশে ছাড়পত্রহীন কারখানা

কারখানার বিষাক্ত কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। সারাদিন যেন ঘন কালো মেঘে ঢেকে আছে। এতে মরছে বন্যপ্রাণী, গাছপালা, অসুস্থ হয়ে পড়ছে মানুষ।
গাজীপুরের শ্রীপুরের তালতলী এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের পাশে গড়ে তোলা আলী পেপার মিল নামে কারখানা থেকে নিগর্ত বিষাক্ত ধোঁয়ার কারণে বিপন্ন হয়ে পড়ছে পরিবেশ। মরে যাচ্ছে গাছপালা। আশপাশের এলাকায় বসবাসও অনুপযোগী হয়ে পড়ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ও বন বিভাগের আপত্তির পরও দিব্যি কারখানাটি চালানো হচ্ছে। 
এলাকাবাসী বলছেন, এ বিষয়ে বারবার প্রশাসনের কাছে বলেও লাভ হয়নি। তারা চান, সংরক্ষিত বনাঞ্চলের পাশ থেকে কারখানাটি সরিয়ে পরিবেশবান্ধব উপায়ে আলী পেপার মিল চলুক।  
স্থানীয়রা জানান, কারখানাটির আশপাশে বিশাল এলাকাজুড়ে গভীর গজারি বন। কারখানা থেকে নির্গত ধোঁয়ার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। ক্ষতি হচ্ছে প্রাকৃতিকভাবে গড়ে উঠা বনের। বিষাক্ত ধোঁয়ার কবল থেকে রক্ষা পাচ্ছে না বন্যপ্রাণী, মানুষ ও বন। অনেক বন্যপ্রাণী ও গাছপালা মরে যাচ্ছে। তারা বলছেন, পুরো এলাকা সব সময় অন্ধকার হয়ে থাকে। ধোঁয়ার গন্ধ ও ঝাঁজে চোখ, মুখ ও নাক জ্বালাপোড়া করে। 
আলম হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, বনের পাশে তো বসতবাড়িই তৈরি করতে দেওয়া হয় না। সেখানে এত বড় একটি পেপার মিল কীভাবে গড়ে উঠল। 
খাদিজা আক্তার নামে এক গৃহিণী বলেন, পেপার মিল থেকে তাদের বাড়ি কিছুটা দূরে। তবু কারখানার ছাই উড়ে এসে তাদের ঘরের জামা-কাপড়, খাবার নষ্ট করছে। ছাইমাখা খাবার খেয়ে তাদের শিশুরা অসুস্থ হচ্ছে। আলী পেপার মিলের ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ছে আশপাশের আরও তিনটি গ্রামে। 
সাঈদ চৌধুরী বলেন, এ রকম কারখানার কারণে নষ্ট হচ্ছে বাতাস, মাটি ও পানি। শুধু কারখানা বন্ধ নয়, যারা এটা করেছে তাদের শাস্তিও দেওয়া উচিত। তাঁর প্রশ্ন বনের পাশে কীভাবে এমন একটি কারখানা গড়ে তোলা হলো, কারা দিল অনুমতি? 

বিষয়টি সম্পর্কে কথা বলার জন্য আলী পেপার মিলের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. সুমন মিয়াকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে নারাজ।  
বন বিভাগের শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান রিপন বলেন, বনের পাশে গড়ে তোলা আলী পেপার মিল সম্পর্কে পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে। 
পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক নূরু আমিন প্রধান বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে কারখানাটি। এর আগেও একবার অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আরেফিন বাদল বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনোভাবেই এমন প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে না। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।