যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে
তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, উইসকনসিনের ম্যাডিসনের
অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এ ঘটনা ঘটেছে। খবর-বিবিসি
হামলায় নিহতদের মধ্যে একজন কিশোরকে সন্দেহভাজন
হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শহরের পুলিশ প্রধান শোন বার্নস।
যদিও পুলিশ প্রথমে জানিয়েছিল যে গুলিতে পাঁচজন
মারা গেছে। তবে পরে এই সংখ্যাটি তিনজন বলে সংশোধন করে নেয়।
পুলিশের ভাষ্য, ঘটনাস্থলে পুলিশ অফিসাররা পৌঁছার
আগ মুহূর্তে সন্দেহভাজন হামলাকারী মারা যায়। ওই হামলাকারী স্কুলেরই একজন ছাত্র ছিল
বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ওই এলাকায়
যাতায়াত এড়িয়ে যেতে বলা হয়েছে। স্কুলের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া
হয়েছে।