ঢাকা ডার্বিতে আবাহনীকে হারাল মোহামেডান
কুমিল্লা শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত
স্টেডিয়ামে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। প্রথমার্ধের যোগ করা সময়ে
সুলেমান দিয়াবতের গোলে এগিয়ে যায় মোহামেডান। বাকি সময়ে সেটি শোধ করতে পারেনি
আবাহনী। এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে সাদা-কালো জার্সিধারীরা।
নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম বিদেশি ছাড়া
খেলেছে আবাহনী। পরিবর্তিত পরিস্থিতিতে কোনোমতে দল গড়লেও দেশিদের নিয়ে এবার ভালো
ফাইট দিয়েছে একেএম মারুফুল হকের দল। তবে চার বিদেশি নিয়ে অধিকাংশ সময় আকাশি-নীল
জার্সিধারীদের মোহামেডান।
ম্যাচের ১২ মিনিটে মোহামেডান এগিয়ে যেতে পারতো।
সতীর্থের ক্রসে ইমানুয়েল সানডের প্লেসিং ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। ২০ মিনিটে
দিয়াবাতের ক্রসে সানডে লক্ষ্যে ঠিকমতো হেড রাখতে পারেননি। বল অনেক দূর দিয়ে যায়। ৫
মিনিট পর বক্সের বাইরে থেকে মুজাফফরভের জোরালো শট ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়।
৪০ মিনিটে ইমানুয়েল টনির মধ্যমাঠ থেকে নেওয়া শট
গোলকিপার মিতুল মারমা কোনোমতে তালুবন্দি করেন। যোগ করা সময়ে অবশেষে মোহামেডান
গোলের দেখা পায়। সতীর্থের ক্রসে ৬ গজের মধ্যে লাফিয়ে উঠে দিয়াবাতে হেডে জাল
কাঁপান। এই যাত্রায় মিতুল কিছুই করতে পারেননি। দ্বিতীয়ার্ধেও গোল শোধ করতে পারেনি
আবাহনী। বিদেশিবিহীন আবাহনী মৌসুমে প্রথম হার দেখলো মোহামেডানের কাছে।