ভয়ংকর রাসায়নিক অস্ত্রগুলো কোথায়
ইসলামপন্থি দল হায়াত
তাহরির-আল-শামের আকস্মিক অভিযানে বাশার পরিবারের ৫৩ বছরের শাসনের পতন হয়েছে। এই
পাঁচ দশকের শাসনামলে তারা তৈরি করে ভয়ংকর কিছু রাসায়নিক অস্ত্র। যার মধ্যে আছে
প্রথম বিশ্বযুদ্ধের সময়কার বিষাক্ত ভারী গ্যাস এবং নার্ভ এজেন্ট। এসব রাসায়নিক
মুহূর্তেই শেষ করে দিতে পারে শত হাজার মানুষের প্রাণ। তবে এই অস্ত্রগুলোর এখন হদিস
নেই।
আন্তর্জাতিক অস্ত্র
পরিদর্শকদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সিরিয়া স্বীকার
করেছিল, তারা ৩৬০ টন বিষাক্ত গ্যাস উৎপাদন করেছে। কিন্তু এই পরিমাণ গ্যাস কখনও
পাওয়া যায়নি। এ ছাড়া পৃথিবীর অন্যতম বিষাক্ত পদার্থ সারিন, যা সিরিয়ার কাছে ৫ টন
পরিমাণ ছিল, সেগুলোরও কোনো খোঁজ নেই। ২০১৬ সালের এক গোপন প্রতিবেদনে সিরীয় সরকার
দাবি করেছিল, বিষাক্ত এসব সারিন গাড়ি দিয়ে পরিবহনের সময় সড়ক দুর্ঘটনায় হারিয়ে
গেছে।
ধারণা করা হচ্ছে,
ভবিষ্যতের জন্য হয়তো এসব রাসায়নিক লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু গত সপ্তাহে
বাশার আল-আসাদের পতনের পর এই অস্ত্রগুলো নিয়ে সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে
উৎকণ্ঠা দেখা যাচ্ছে। যদিও আসাদ ক্ষমতায় না থাকায় রাসায়নিক হামলার ঝুঁকি প্রায় শেষ
হয়ে গেছে। কিন্তু দেশগুলোর আশঙ্কা, যেহেতু সিরিয়ায় এখন আইনের শাসন নেই, তাই
আইএসএসের মতো জঙ্গিগোষ্ঠী রাসায়নিকগুলো নিজেদের কাছে নিয়ে নিতে পারে।
রাসায়নিক অস্ত্রবিরোধী
সংস্থা ওপিসিডব্লিউর পরিচালক ফার্নান্দো আরিয়াস বলেছেন, তারা সিরিয়ার নিজেদের
বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। সিরিয়ার এসব রাসায়নিক অস্ত্র নিয়ে
যুক্তরাষ্ট্র আগে থেকেই শঙ্কিত। কিন্তু তারা এগুলো খুঁজে পেতে এখন পর্যন্ত কোনো
প্রতিনিধি পাঠায়নি। কিন্তু ইসরায়েল কোনো ধরনের অপেক্ষা না করে আসাদের পতনের পরপর
সিরিয়ার বিভিন্ন গবেষণাগার লক্ষ্য করে বিমান হামলা শুরু করে। তাদের ধারণা, এসব
জায়গায় রাসায়নিক অস্ত্র তৈরি ও মজুত রাখা হতে পারে।
পারমাণবিক শক্তিসমৃদ্ধ
দখলদার ইসরায়েলকে চাপে রাখতে ১৯৮০ সালের দিকে রাসায়নিক অস্ত্র উৎপাদন শুরু করে
সিরিয়া। তবে ২০১১ সালে যখন গৃহযুদ্ধ বাধে, তখন ভয়ংকর এসব অস্ত্র নিজ দেশের সাধারণ
মানুষ ও বিদ্রোহীদের ওপর প্রয়োগ করেন আসাদ। বর্তমানে সিরিয়ায় এই মারণাস্ত্র কতটুকু
আছে, সেটি পরিষ্কার নয়। ২০১৩ সালে আসাদ বলেছিলেন, তিনি রাসায়নিক অস্ত্র উৎপাদন
বন্ধ করে দিয়েছেন। কিন্তু এর পর এগুলো একাধিকবার ব্যবহার করতে দেখা গেছে।
এদিকে আসাদের
ক্ষমতাচ্যুতির পর গতকাল প্রথম শুক্রবার ছিল। এদিন দেশটির সাধারণ মানুষকে রাস্তায়
এসে বিজয় উদযাপনের আহ্বান জানিয়েছিলেন বিদ্রোহীদের কমান্ডার আবু মোহাম্মদ জুলানি।
তাঁর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ আবারও দেশের বিভিন্ন জায়গায় জড়ো হয়ে
আনন্দ-উল্লাস করেন।
একদিকে সাধারণ মানুষ
আনন্দ-উল্লাস করছেন, অন্যদিকে নিজেদের মৃত স্বজনকে খুঁজে বেড়াচ্ছেন অনেকে।
বিবিসি জানিয়েছে, মৃতদেহের ছবিসংবলিত কাগজ রাজধানী দামেস্কের মুস্তাহেদ
হাসপাতালের দেয়ালে টানানো হয়েছে। এই মানুষগুলো সবাই একসময় বাশার আল-আসাদের
কারাগারে বন্দি ছিলেন। তাদের মরদেহগুলো কারাগার থেকেই উদ্ধার করা হয়েছে। তবে সব
মরদেহই বিকৃত অবস্থায় ছিল। দেয়ালে টানানো ছবিতে দেখে নিজেদের স্বজনকে শনাক্ত করার
চেষ্টা করতে দেখা গেছে অনেককে।
সিরিয়ার বর্তমান
পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে।
আলোচনা শেষে উভয়ে বলেছেন, তারা একটি স্থিতিশীল সিরিয়া চান। এ জন্য তারা একসঙ্গে
কাজ করবেন।
এদিকে বন্দিদের ওপর
নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগে সিরিয়ার সাবেক কারাপ্রধানকে যুক্তরাষ্ট্রের একটি
আদালত অভিযুক্ত করেছেন। তিনি ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত কারাপ্রধান ছিলেন। এ
বছরের শুরুতে লস অ্যাঞ্জেলেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় লেবাননে যাওয়ার
চেষ্টা করছিলেন তিনি।