ডিএসইতে সূচকের পতনে চলছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ১০ মিনিটের মধ্যে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বেলা ১২ টা ১০ মিনিটে ডিএসই
ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৭২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট
কমে অবস্থান করছে ২ হাজার ১৫৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও
মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, দর কমেছে ১৪৩ টির এবং দর অপরিবর্তিত
রয়েছে ১২০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৯৮ লাখ টাকা।