শুরু ভালো হলেও শেষে টিকছে না

টানা চার দিন পতনের পর গতকাল মঙ্গলবার তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি দিয়ে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ারবাজার ডিএসইতে। তবে শেষ পর্যন্ত আগের চার দিনের মতো পতন হয়েছে। সিংহভাগ কোম্পানির শেয়ারের দর পতনের পাশাপাশি সূচক ও লেনদেনও কমেছে।

দিনের লেনদেন পর্যবেক্ষণে দেখা যায়, লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে দুই শতাধিক শেয়ারের দর বৃদ্ধি পায়। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৫১৮১ পয়েন্ট ছাড়িয়েছিল। এরপর দরপতন শুরু হলে লেনদেনের প্রায় শেষ পর্যন্ত স্থায়ী হয়। বেলা ২টার পর সূচকটি আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট বা দিনের সর্বোচ্চ অবস্থানের তুলনায় ৬০ পয়েন্ট হারিয়ে ৫১২১ পয়েন্ট পর্যন্ত নামে। এমন চিত্র পাঁচ দিন ধরে চলছে।

লেনদেন শেষে দেখা যায়, লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ৪৭টির দর বেড়েছে, কমেছে ২৮৯টির এবং অপরিবর্তিত ছিল ৫৮টির দর। এতে ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট হারিয়ে ৫১২৪ পয়েন্টে নেমেছে। লেনদেন প্রায় ৭৯ কোটি টাকা কমে ৩০৪ কোটি টাকায় নেমেছে।

বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, প্রতিদিনই কিছু না কিছু লোকসান করায় অধিকাংশ বিনিয়োগকারীর লোকসানের পাল্লা ভারী হওয়ায় সক্রিয় বিনিয়োগকারীর সংখ্যা ক্রমে কমছে। নতুন করে বিনিয়োগ আসছে কম। সামষ্টিক অর্থনীতি নিয়ে নানা শঙ্কা এবং ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি পতনের অন্যতম কারণ মনে করছেন তারা।

বর্তমান অবস্থার জন্য সরকারি বন্ড ও ব্যাংকের উচ্চ সুদহার, রাজনৈতিক অস্থিতিশীলতা, নিয়ন্ত্রক সংস্থার নতুন নেতৃত্বের ওপর অনাস্থাসহ নানাবিধ কারণ দায়ী বলে মনে করছেন শীর্ষ এক ব্রোকারেজ হাউসের সিইও। নাম প্রকাশ না করার শর্তে তিনি সমকালকে বলেন, এখন সরকারি বন্ড এবং ব্যাংকের আমানতে যে হারে সুদ মিলছে, সেখানে এমন নিরাপদ বিনিয়োগ ছেড়ে মানুষ হয়তো শেয়ারে বিনিয়োগের কথা ভাবছে না। আবার উচ্চ সুদহারের কারণে অনেকে নতুন করে বিনিয়োগ করছেন না। নতুন বিনিয়োগ না হলে ব্যবসা বা মুনাফায় প্রবৃদ্ধির সম্ভাবনা কমে যাবে। এর নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে পড়বে, এটাই স্বাভাবিক।

একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তারা মনে করেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকে অগ্রাধিকার দিলেও এখনও সন্তোষজনক পর্যায়ে আসেনি। এ ছাড়া শ্রমিক অসন্তোষ লেগে আছে। রাজনৈতিক স্থিতিশীলতা, অনিশ্চয়তা রয়েছে। বিএনপিসহ সক্রিয় অন্য প্রধান রাজনৈতিক দলগুলো দ্রুততম সময়ে নির্বাচন চায়। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। সব মিলিয়ে বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।