হোপ-রুদারফোর্ডে হার বাংলাদেশের
তিনশ’ ছোঁয়া রান করেও ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। শুরুতে ক্যারিবীয়
শিবিরে তিন ধাক্কা দিলেও মিডলে শেই হোপ ও শেরফান রুদারফোর্ড দুর্দান্ত ব্যাটিং করে
১৪ বল থাকতে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে।
রোববার রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শুরু
হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম, চারে নামা
অধিনায়ক মেহেদী মিরাজ ও অভিজ্ঞ মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে ৬ উইকেটে ২৯৪ রান তোলে
বাংলাদেশ।
দলের হয়ে ওপেনার তানজিদ ৬০ বলে ৬০ রানের ইনিংস
খেলেন। ছয়টি চার ও তিনটি ছক্কার শট আসে তার ব্যাট থেকে। মিরাজ দলের পক্ষে সর্বোচ্চ
৭৪ রান করলেও ১০১ বল খেলেন তিনি। হাত খুলে খেলার চেষ্টা করতেই ক্যাচ দিয়ে আউট হন
ছয়টি চার ও একটি ছক্কা মারা এই অলরাউন্ডার। পরে মাহমুদউল্লাহ ও জাকের আলী দারুণ
একটি জুটি গড়েন। মাহমুদউল্লাহ ৪৪ বলে তিনটি করে চার ও ছক্কায় ৫০ রানের হার না মানা
ইনিংস খেলেন। জাকের ৪০ বলে তিনটি করে চার ও ছক্কার শটে ৪৮ রান করে আউট হন।
জবাব দিতে নেমে ২৭ রানের ২ উইকেট হারায় স্বাগতিক
ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেটে কেসি কার্টি ও শেই হোপ ৬৭ রানের জুটি গড়েন। ২১ রান
করা কার্টিকে ফেরান লেগ স্পিনার রিশাদ হোসেন।
পরের গল্পটা হোপ ও রুদারফোর্ডের। তারা ৯৯ রানের
জুটি গড়ে ম্যাচটা বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যান। হোপ ৮৮ বলে চারটি ছক্কা ও
তিনটি চার মেরে ফেরেন। রুদারফোর্ড ৮০ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার
ব্যাট থেকে আটটি ছক্কার সঙ্গে সাতটি চারের শট আসে। জাস্টিন গ্রেভসকে নিয়ে ৯৫ রানের
জুটিও দেন তিনি।