বাশারের পতন, সিরিয়ায় স্থিতিশীলতা ফেরা নিয়ে আশাবাদী বিশ্বনেতারা

সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের পারিবারিক শাসনের পতন ঘটেছে। বিদ্রোহীদের কাছে হেরে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কর্তৃত্ববাদী শাসকের বিদায়ের পর কোন পথে এগোবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশটি? অভ্যুত্থানের পর পাল্টা অভ্যুত্থান সামলাতে হবে নাকি স্থিতিশীলতা ফিরবে? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন আশার কথা শুনিয়েছেন বিশ্বনেতারা। দিয়েছেন সিরিয়ান নাগরিকদের পাশে থাকার বার্তা। খবর বিবিসির।

বাশার আল-আসাদের সরকারের পতনের মাধ্যমে সিরিয়ায় স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, কূটনৈতিক সমর্থনের পাশাপাশি প্রয়োজনে বিশৃঙ্খলা মোকাবেলায় সামরিক সহায়তা দেবে মার্কিন প্রশাসন।

এর আগে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে মুক্ত ঘোষণা করে বিদ্রোহীরা। রোববার তারা দামেস্ক দখল করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের ঘোষণা দেন।

বাশারের কট্টর মিত্র রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের ডেপুটি চেয়ারম্যান কনস্টান্টিন কোসাচিভ বলেন, সিরিয়ার জনগণকে সমর্থন দিতে আগ্রহী মস্কো। তবে অতীতের মতো সামরিকভাবে জড়িয়ে পড়বে না। সিরিয়ার জনগণের যদি আমাদের সমর্থন প্রয়োজন হয় তবে তা দেওয়া হবে। কিন্তু গৃহযুদ্ধের পরিস্থিতি সিরিয়ানদের নিজেদেরই মোকাবিলা করতে হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বাশারের পতনকে স্বাগত জানিয়েছেন। এক্সে তিনি লিখেছেন, শেষ পর্যন্ত বর্বর রাষ্ট্রের পতন হয়েছে। আমি সিরিয়ার জনগণের সাহসিকতা ও ধৈর্যের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের শান্তি, স্বাধীনতা এবং ঐক্যের জন্য আমার শুভেচ্ছা জানাচ্ছি। পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, আইনশৃঙ্খলা দ্রুত পুনরুদ্ধার করাই এখন গুরুত্বপূর্ণ। সিরিয়ার জনগণ ভয়াবহ দুর্ভোগের সম্মুখীন হয়েছিল। আসাদের শাসনের অবসান তাই সুসংবাদ।

সংখ্যালঘুসহ সব ধর্মীয় সম্প্রদায়ের বর্তমান ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়ে শলৎস বলেন, সব সিরিয়ান মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের মধ্যে জীবনযাপন করছেন কিনা, তৃতীয় পক্ষের দূষিত হস্তক্ষেপের বিরুদ্ধে সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে কিনা এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করা সম্ভব হচ্ছে কিনা, সেগুলোর ওপর নির্ভর করেই ভবিষ্যত শাসকদের বিবেচনা করা হবে।

আসাদ সরকারের প্রধান সমর্থকদের মধ্যে একটি ছিল ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার ঘটনাবলী নিয়ে তেহরান উপযুক্ত পন্থা ও অবস্থান গ্রহণ করবে। তেহরান মনে করে, সিরিয়ানদের উচিত তাদের দেশের ভবিষ্যৎ ধ্বংসাত্মক, জবরদস্তিমূলক, বিদেশি হস্তক্ষেপ ছাড়াই নির্ধারণ করা উচিত।