ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুর্দান্ত পারফরম্যান্স করে অনূর্ধ্ব-১৯ এশিয়া
কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে তারা।
শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছে জুনিয়র টাইগাররা। রোববার (৮ ডিসেম্বর) টস জিতে
আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের শিরোপা ধরে
রাখার মিশনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ভারতের শক্তিশালী ব্যাটিং। বিশেষ করে বৈভব
সূর্যবংশী নামক ১৩ বছরের ওপেনার সবচেয়ে বড় হুমকি। এই টুর্নামেন্টে তিনি যেভাবে
ব্যাট চালাচ্ছেন, তাঁকে নিয়ে আলোচনাটা মোটেই বাড়াবাড়ি নয়। যুব এশিয়া কাপে ৪ ম্যাচে
১৬৭ করে তিনি রান সংগ্রহ করে সাত নম্বরে থাকলেও তাঁকে নিয়ে ভয়টা অন্য জায়গায়। শুরু
থেকেই বিস্ফোরক ব্যাটিং করে একা হাতে ম্যাচের চেহারা পাল্টে দিতে পারেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সেমিতে ৩৬ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। ভারতের অপর
ওপেনার আয়ুশ মাত্রেও মারকুটে ব্যাটার। অবশ্য তাদের মোক্ষম জবাব দিতে প্রস্তুত
রয়েছেন বাংলাদেশের পেস বিভাগ। দারুণ ফর্মে আছেন বাংলাদেশের দুই পেসার আল ফাহাদ ও
ইকবাল হাসান ইমন। সমান ১০টি করে উইকেট নিয়ে দু’জনই আসরের সর্বোচ্চ
উইকেট শিকারির দৌড়ে যৌথভাবে শীর্ষে আছেন। এর মধ্যে সেমিতে শক্তিশালী পাকিস্তানকে
ধসিয়ে দিতে মূল ভূমিকা ছিল ইমনের। উইকেট শিকারে তাদের চেয়ে পিছিয়ে থাকলেও ভালো
বোলিং করছেন মারুফ মৃধাও। দলের এক নম্বর পেসার কিন্তু মারুফই।
ব্যাটিংয়ে মূল ভূমিকাটা নিতে হবে বাংলাদেশ
অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে। দারুণ ছন্দেও আছেন তিনি। একটি সেঞ্চুরি ও হাফ
সেঞ্চুরিতে ২২৪ রান করে সেরা রান সংগ্রাহকদের তালিকায় তিনে আছেন তিনি। বাংলাদেশের
হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ওপেনার কালাম সিদ্দিকীর। ৪ ম্যাচে ১৬১ রান তাঁর। তবে দু’জনেরই
স্ট্রাইক রেট তেমন ভালো নয়।
আসর শুরুর আগে ভারতের এই দলটির বিপক্ষে একটি
প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে জয় বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেও
জানিয়েছেন অধিনায়ক আজিজুল। শিরোপা ধরে রাখার ব্যাপারে গতকাল দৃঢ় প্রত্যয় ব্যক্ত
করেছেন তিনি। বিসিবি থেকে পাঠানো বার্তায় তিনি বলেন, ‘আমরা
আসরের বর্তমান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জটা জিততে আমরা সর্বোচ্চ
সামর্থ্য দিয়ে চেষ্টা করব।’ দলের সবাই শারীরিক ও মানসিকভাবে ফিট আছেন বলেও জানিয়েছেন আজিজুল।
বাংলাদেশ একাদশ: জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক),
মোহাম্মদ শিহাব জেমস, ফরিদ হাসান ফয়সাল (উইকেটরক্ষক), দেবাশীষ দেবা, সামিউন বাসির
রাতুল, মারুফ মৃধা, রিজান হোসেন, আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন।
ভারত একাদশ: আয়ুশ মাত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ সি, মোহাম্মদ
আমান (অধিনায়ক), কেপি কার্তিকেয়া, নিখিল কুমার, হরবংশ সিং (উইকেটরক্ষক), কিরণ
চোরমলে, হার্দিক রাজ, চেতন শর্মা ও যুধাজিৎ গুহ।