ফের ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন
দেশের পুঁজিবাজারে কিছুতেই থামছে না দরপতন। চলতি সপ্তাহের প্রথম
কার্যদিবস গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার
তালিকায় নাম লিখিয়েছে অধিক সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে কমেছে
মূল্যসূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর আগে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ
কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দাম কমার তালিকয় নাম লেখায় বেশিসংখ্যক
প্রতিষ্ঠান। তার আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ
প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে।
গতকাল পুঁজিবাজারে লেনদেন
শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন
শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম
বাড়ায় লেনদেনের দুই ঘণ্টার মাথায় ডিএসইর প্রধান সূচক ১১ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু
এরপর বাজারের চিত্র বদলে যেতে থাকে। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান
দাম কমার তালিকায় চলে আসে। ফলে মূল্যসূচকও ঋণাত্মক হয়ে পড়ে। দিনের লেনদেন শেষে
ডিএসইতে ১৪৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে
দাম কমেছে ১৭৫ প্রতিষ্ঠানের। এছাড়া ৭২টির দাম অপরিবর্তিত রয়েছে।
ফলে ডিএসইর প্রধান
মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় সাত পয়েন্ট কমে পাঁচ হাজার ১৮৫ পয়েন্টে
নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় এক পয়েন্ট
কমে এক হাজার ১৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত
ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় পাঁচ পয়েন্ট কমে এক হাজার ৯১১ পয়েন্টে নেমে গেছে।
সবকয়টি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ কমে আবার ৩০০ কোটি টাকার
ঘরে নেমে গেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৩২ লাখ টাকা। আগের
কার্যদিবসে লেনদেন হয় ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায়
লেনদেন কমেছে ৭৬ কোটি ৪৩ লাখ টাকা। এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে এনআরবি
ব্যাংকের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১৮ কোটি এক লাখ টাকার শেয়ার লেনদেন
হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের ১০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন
হয়েছে। ১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল
বিচ রিসোর্ট।
এছাড়া ডিএসইতে লেনদেনের
দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিলÑজেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং
করপোরেশন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, অগ্নি সিস্টেম, এশিয়াটিক ল্যাবরেটরিজ,
মিডল্যান্ড ব্যাংক ও আইসিবি। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)
সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে দুই পয়েন্ট। বাজারটিতে লেনদেন হওয়া ২০২
প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৪টির এবং ২৩টির দাম
অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে পাঁচ কোটি ৮৪ লাখ টাকা। আগের কার্যদিবস লেনদেন হয়
পাঁচ কোটি ৬০ লাখ টাকা।