উচ্ছেদের আধা ঘণ্টা পরই ফুটপাত ও সড়ক দখল

মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছিল ঢাকার সাভার উপজেলা প্রশাসন। এর আধা ঘণ্টা পরই ফের ব্যবসায়ীরা আগের জায়গায় বসে পড়েন। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে জড়িত তিনজনকে আটক করে প্রশাসন।
সরেজমিন দেখা যায়, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাভার পৌর প্রশাসক আবু বকর সরকারের নেতৃত্বে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে শুরু হয় উচ্ছেদ অভিযান। এ সময় মহাসড়ক ও ফুটপাত দখল করে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ ব্যবসায়ীদেরও সরিয়ে দেওয়া হয়। মহাসড়কের পূর্বপাশ ধরে থানা বাসস্ট্যান্ড হয়ে সাভার বাজার বাসস্ট্যান্ডের ইবনে সিনা হাসপাতাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কের ওপর রাখা বেশকিছু গাছের গুঁড়ি ও অবৈধ দোকানপাট জব্দ করা হয়।
এদিকে অভিযানের সময় দখলদাররা পৌরসভার কর্মীদের বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে তিনজনকে আটক করে পুলিশ। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তারা। পথচারীদের চলাচলে দুর্ভোগ নিরসনে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে সেখানে দোকানপাট না বসাতে সবাইকে সতর্ক করা হয়েছে। অভিযানের পর পুনরায় সেখানে দোকান বসানোর বিষয়ে তিনি বলেন, প্রয়োজনে আবারও উচ্ছেদ অভিযান চালাবেন। 
একই দিন সাভারের আমিনবাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরে অনুমোদনহীন অবৈধ একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। দুপুরে চাঁনপুর এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ইউএনও আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ভাটা কর্তৃপক্ষ কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। যে কারণে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। পরিবেশ রক্ষায় এমন অভিযান চালিয়ে যাবেন