কেরানীগঞ্জে মাদক স্পট নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ঢাকার কেরানীগঞ্জে মাদক বেচাকেনার স্থান নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে রনি আহমেদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। গত শনিবার রাতে কেরানীগঞ্জের জিয়ানগর মূল সড়ক এলাকায় এ সংঘর্ষ হয়। এ ছাড়া আহতদের নিয়ে হাসপাতালে যাওয়ার পরও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় হাসপাতালের ভেতর একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, জিয়ানগর এলাকা মাদক কেনাবেচার হটস্পট। আধিপত্য বিস্তার নিয়ে এখানে প্রতিনিয়ত সংঘর্ষ হয়। এ নিয়ে বিরোধে শনিবার রাতে একাধিক মামলার আসামি পিচ্চি মনির ও তাঁর সঙ্গীরা প্রতিপক্ষ নুর মোহাম্মদকে বেধড়ক মারধর করেন। পরে নুর মোহাম্মদ তাঁর লোকজন নিয়ে জিয়ানগর এলাকায় ঢুকলে দুপক্ষে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় রনিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রনি কামরাঙ্গীরচর এলাকার আব্দুল মালেকের ছেলে। শনিবার রাতে তিনি কামরাঙ্গীরচর এলাকার বিএনপি নেতা গুলজার হোসেনের সঙ্গে পিচ্চি মনিরের দাদির কুলখানির অনুষ্ঠানে যান বলে জানা গেছে।

এদিকে প্রথম দফা সংঘর্ষের পর আহতদের নিয়ে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরও দুপক্ষ সংঘর্ষ জড়ায়। হাসপাতালের সামনে সংঘর্ষ চলার সময় ভবন লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক তৈরি হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহানুর ইসলাম বলেন, জিয়ানগর এলাকায় সংঘর্ষের পর একাধিক যুবককে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শরীরে বোমার স্প্রিন্টারের ক্ষতের মতো চিহ্ন ছিল। আর রনি আহমেদকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে ধারালো ছুরির আঘাত পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আহতদের আনার কিছুক্ষণ পর দুপক্ষ হাসপাতালের সামনে ফের সংঘর্ষে জড়ায়। ওই সময় একটি ককটেল হাসপাতালের অবজারভেশন ওয়ার্ডের দ্বিতীয় তলার দেয়ালে বিস্ফোরিত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব হোসেন বলেন, রাতের ঘটনায় নুর মোহাম্মদ নামে একজন থানায় অভিযোগ দিয়েছেন। তবে বাদীর মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। আর রনি কোন পক্ষের হামলায় নিহত হয়েছেন, তা পরিবার মামলা করলে বোঝা যাবে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্তারিত তদন্ত চলছে। 

এদিকে একই এলাকায় গতকাল রোববার বেলা ১১টার দিকে সোহেল হোসেন নামে পুলিশের এক তথ্যদাতার পেটে ছুরিকাঘাত করা হয়েছে। ব্রাহ্মণকিত্তা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাঁকে সহায়তা করতে কেউ এগিয়ে যাননি। পরে সোহেল নিজেই অটোরিকশা নিয়ে হাসপাতালে যান।