ভিনি-রদ্রির সঙ্গে মেসি
প্রায় প্রতিদিনই আলোচনা হতো–
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে উঠবে ব্যালন ডি’অর
পুরস্কার। সে অনুযায়ী প্যারিসের থিয়েটার শোতে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিল টিম
রিয়াল মাদ্রিদ। কিন্তু ২৯ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই
বদলে যায় দৃশ্যপট।
ভিনিসিয়ুসের পরিবর্তে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার
রদ্রির হাতে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি উঠতে যাচ্ছে সংবাদ প্রকাশিত হওয়ার
পর অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া
নিয়ে প্রশ্ন তুলেছিল তারা। শেষ পর্যন্ত রদ্রির হাতে উঠেছে ব্যালন ডি’অর
অ্যাওয়ার্ড।
এক মাস পর ফিফা তাদের ওয়েবসাইটে বর্ষসেরা পুরুষ ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
করেছে। সেখানে রদ্রির সঙ্গে আছেন ভিনিসিয়ুসও। জাতীয় দল ও ক্লাব পারফরম্যান্সের
বিবেচনায় এ দুই তারকার মধ্যে সেরা হওয়ার লড়াই হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে ফুটবল
দুনিয়ায়।
তবে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো লিওনেল মেসির নামটিও ১১
জনের তালিকায় থাকায় বদলে যেতে পারে অনেক কিছুই। ব্যালন ডি’অরের
সংক্ষিপ্ত তালিকায় নাম না থাকলেও চতুর্থবারের মতো ফিফা দ্য বেস্টে জয়ের সম্ভাবনা
আছে আর্জেন্টাইন অধিনায়কেরও। তারিখ চূড়ান্ত না হলেও ২০২৫ সালের জানুয়ারিতে ১০টি
ক্যাটেগরিতে অ্যাওয়ার্ড দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্সের
ওপর ভিত্তি করে ফিফা বর্ষসেরার বিভিন্ন ক্যাটেগরির তালিকা তৈরি করা হয়েছে। গত
মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন ভিনিসিয়ুস।
তবে এ ব্রাজিলিয়ানকে টপকে গিয়ে ম্যানচেস্টার সিটির রদ্রি ব্যালন ডি’অর
জিতেছিলেন স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতাতে। এবার এ দুই তারকার
মধ্যে কেউ একজন ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতেন, নাকি লিওনেল মেসি? সেই উত্তর সময়ই
বলে দেবে।