সাগরে নিম্নচাপ, বৃষ্টি কবে হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী বৃহস্পতিবার থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার দুপুরে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা সমকালকে জানান, সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘূণিভূত হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি বাংলাদেশের দিকে আসবে না, উত্তর ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার দিকে প্রবাহিত হবে।

তিনি আরও বলেন, নিম্নচাপের প্রভাবে দেশের প্রায় সবখানেই বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে চলবে রোববার পর্যন্ত। এরপর তাপমাত্রা কমতে থাকবে।

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে। গত শনিবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়। এ নিয়ে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হল।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের উত্তরের জেলা দিনাজপুরে ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বেড়েছে হিমেল হাওয়া, ফলে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার। 

জেলার দক্ষিণ নগর এলাকার বেনু রাম সরকার বলেন, অন্য সব মৌসুমের চেয়ে শীত মৌসুম কৃষকের জন্য কষ্টের সময়। বিশেষ করে কুয়াশার প্রভাব যতই বাড়ে, আমাদের কষ্ট সমানভাবে বাড়ে। এখন শীত বাড়ছে, কুয়াশাও পড়ছে। আলু বীজ বপনের মৌসুম চলছে, টমেটোর চারা রোপন শুরু হবে। বোরো ধানের বীজ তলার কাজ শুরু হবে। ফলে এখন থেকে আমাদের টেনশন শুরু হয়ে গেছে।

আবহাওয়া কর্মকর্তা বলেন, শীত ও কুয়াশা ধীরে ধীরে বাড়বে। ডিসেম্বরে শুরুতেই তীব্র শীত পড়বে এই এলাকায়। আর ডিসেম্বরের শেষ ও জানুয়ারি থেকে শুরু হবে শৈতপ্রবাহ।