সাউথইষ্টের সাবেক চেয়ারম্যানকে ১২ কোটি টাকা জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং এন্ড ইনভেস্টমেন্টের মূল্য সংবেদনশীল তথ্য আগাম জেনে শেয়ার কেনাবেচা বা ইনসাইডার ট্রেডিংয়ের দায়ে সাউথইষ্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। একই কারণে আলমগীর কবিরের স্ত্রী এবং বে লিজিংয়ের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক সুরাইয়া বেগমকে  ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে।  

আজ মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, প্রতিষ্ঠাকালে আলমগীর কবির বিএসইসির সদস্য ছিলেন। বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইনসাইডার ট্রেডিংয়ের কারণে  আলমগীর কবির এবং সুরাইয়া বেগমের জামাতা  তুষার এলকে মিয়াকে আড়াই কোটি টাকা এবং সাউথইষ্ট ব্যাংকের মালিকানাধীন মার্চেন্ট ব্যাংক সাউথইষ্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এছাড়া বে লিজিংয়ের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিবকে সতর্ক করার সিদ্ধান্ত হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বে লিজিংয়ের মূল উদ্যোক্তা আলমগীর কবিরের ভাই শাহজাহান কবির। স্ত্রীসহ পরিবারের সদস্যরা এর পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার সুবাধে আলমগীর কবির  অবাধে পরিচালনা পর্ষদের সভায় অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতেন বলে জানা গেছে। কয়েকজন পরিচালকের আপত্তির কারণে গত এক বছর ধরে তিনি  পর্ষদ সভায় অংশ নিতে পারছেন না।

এদিকে কমিশন সভায় মূলধন পর্যাপ্ততার শর্ত পরিপালনে পাঁচ বেসরকারি ব্যাংককে বন্ড ইস্যু করে শর্ত সাপেক্ষে দুই হাজার কোটি টাকা সংগ্রহের অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা ব্যাংক ৪০০ কোটি টাকা, ব্যাংক এশিয়া ৪০০ কোটি টাকা, ইসলামী ব্যাংক ৫০০ কোটি টাকা, এক্সিম ব্যাংক ২৫০ কোটি টাকা এবং ট্রাস্ট ব্যাংক ৪৫০ কোটি টাকা সংগ্রহ করবে। বন্ডগুলোতে বিনিয়োগ করার সুযোগ পাবে প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি শ্রেণীর সম্পদশালীরা।

বাজার সংক্ষেপ: টানা তৃতীয় দিনে দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকার শেয়ারবাজার ডিএসইতে ৭৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির বিপরীতে ২৬৪টির দর কমেছে এবং অপরিবর্তিত ছিল ৪৩টির দর। সব খাতের অধিকাংশ শেয়ারের দর কমলেও আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা খাতের তুলনামূলক কম সংখ্যক  কোম্পানির দর কমেছে। অধিকাংশ শেয়ারের দর কমায় ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট হারিয়ে ৫২৪২ পয়েন্টে নেমেছে। এ নিয়ে টানা তিন দিনে সূচক হারাল ১১২ পয়েন্ট। দিনব্যাপী প্রায় ৫১৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা সোমবারের তুলনায় সাড়ে ৩৬ কোটি টাকা কম।